রোহিঙ্গা ডাকাতের গুলিতে আরও এক কৃষক নিহত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৫-২৪ ০৮:২৩:১৬

রোহিঙ্গা ডাকাতের গুলিতে আরও এক কৃষক নিহত

কায়সার হামিদ মানিক : কক্সবাজারের টেকনাফে মিনাবাজার এলাকা থেকে অপহৃত শাহ মোহাম্মদ (২৬) নামে আরও এক কৃষককে গুলি করে হত্যা করেছেন রোহিঙ্গা ডাকাতরা। অপহৃত অপরজন প্রায় ২৮ দিন পর পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত শাহ মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

নিহত শাহ মোহাম্মদের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৮ দিন আগে ক্ষেত থেকে আমার ভাইসহ তিন কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় একদল রোহিঙ্গা ডাকাত। তারপর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলেন তারা। কিন্তু টাকা না পেয়ে কিছু দিন পর অপহৃতদের একজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি দু’জনের মধ্যে ইদ্রিস নামে একজন পালিয়ে এসে জানিয়েছেন যে শাহ মোহাম্মদকেও গুলি করে হত্যা করা হয়েছে। এখন পুলিশ ও আমরা সে পাহাড়ে মরদেহ আনতে যাচ্ছি।

ডাকাতদের কবল থেকে পালিয়ে আসার ইদ্রিসের বরাত দিয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাহ মোহাম্মদকে ডাকাতরা হত্যা করে মাটি চাপা দিয়েছেন। ইদ্রিসকে সঙ্গে নিয়ে কিছুক্ষণের মধ্যে মরদেহ উদ্ধারের জন্য পাহাড়ে রওনা দিয়েছি।

আরো সংবাদ