রোহিঙ্গা বিয়ে করে বিপাকে সুনামগঞ্জের ২ যুবক - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০২-১৬ ১৭:১১:৫১

রোহিঙ্গা বিয়ে করে বিপাকে সুনামগঞ্জের ২ যুবক

রোহিঙ্গা বিয়ে করে বিপাকে সুনামগঞ্জের ২ যুবক

নিউজ ডেস্ক :  কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্পের দুই রোহিঙ্গা নারীকে বিয়ে করে ফেঁসে গেলেন সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের দুই যুবক। দুই রোহিঙ্গা নারীর এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর দুই রোহিঙ্গা নারীর স্বামীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাহিরপুর উপজেলার বাগলী বাজার থেকে সুফাইদ মিয়া (২১) নামের রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আরও দুই রোহিঙ্গা নারী এবং তাদের স্বামীদের আটক করে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আটক সুফাইদ মিয়া প্রকৃত রোহিঙ্গা। সে ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তবে দুই নারী জন্মগত রোহিঙ্গা হলেও তারা বাংলাদেশে বড় হয়েছে। তাদের মা-বাবা দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক মিয়া (২৬) ২০১৭ সালে উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা মৃত ইব্রাহিম আলীর মেয়ে সুপাইয়া বেগমকে (২০) বিয়ে করে। বিয়ের পর সুপাইয়ার খালাতো বোন রুবিনারও যাতায়াত ছিল ফারুকদের বাড়িতে। পরে রুবিনা আক্তারকে (১৮) বিয়ে করে ফারুকের ভাই মোবারক হোসেন (২১)। ফারুক মিয়া ও রোহিঙ্গা সুপাইয়া বেগম দম্পত্তির ছয় মাসের শিশু সন্তান ফরহাদ হোসেন এবং মোবারক হোসেন ও রোহিঙ্গা রুবিনা আক্তারের রয়েছে চার মাসের শিশু সন্তান রিফাত হোসেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার জানান, তিন রোঙ্গিহাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। দুই দম্পতির সাথে দুইটি শিশু রয়েছে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ