রোহিঙ্গা শরণার্থী শিবিরে লাইট হাউজ এনজিও'তে বগুড়ার লোকজনের সয়লাব। - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৩-০৮ ১৪:৪৯:৩৪

রোহিঙ্গা শরণার্থী শিবিরে লাইট হাউজ এনজিও’তে বগুড়ার লোকজনের সয়লাব।

ভাষাগত দক্ষতা না থাকায় কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন!

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের শিবিরে লাইট হাউজ এনজিও এর অধীনস্থ সকল সেক্টরে বগুড়া শহরের লোক নিয়োগ দিয়ে কাজ করা হচ্ছে বলে জানা যায়। এতে কাজের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কেননা, উক্ত এনজিওতে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করার সময় আত্মীয়করণ করা হয়েছে। প্রজেক্টের মালিকের নিজ এলাকা বগুড়া থেকে এসব লোক নিয়োগ দেয়া হয়। এসব নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীরা কক্সবাজারের আঞ্চলিক ভাষা না জানার কারণে রোহিঙ্গাদের সাথে স্বচ্ছ ভাবে কাজ করতে পারছেনা। খোঁজ নিয়ে জানা যায়, গত ফ্রেব্রুয়ারী মাসে UNCHR কর্তৃক রোহিঙ্গা শিবিরে কাজ করা লাইট হাউস এনজিও কে সার্ভিস ফর রিফিওজি এন্ড হোস্ট কমিউনিটি নামের একটি প্রজেক্ট হস্তান্তর করে। কক্সবাজারে এ এনজিও সংস্থার দুটি ব্রাঞ্চ রয়েছে। একটি সদরে এবং অপরটা উখিয়া উপজেলায়। কিন্তু অাশ্চর্যের বিষয় হচ্ছে, উক্ত প্রজেক্ট এর টীম লিডার, প্রোগ্রাম কোর্ডিনেটর, কোয়ালিটি অফিসার এবং ২ টা ব্রাঞ্চের কোর্ডিনেটর, ফিল্ড মনিটর সিকিউরিটি, কেয়ার টেকার এবং অন্যন্য সব কর্মকর্তা-কর্মচারী উক্ত এনজিও মালিকের নিজ এলাকা বগুড়া শহর থেকে নিয়োগ দেয়া হয়েছে। খোঁজ নিয়ে আরো জানা যায়, উক্ত সংস্থার প্রজেক্ট অফিসের ষ্টাফ টীম লিডার তৌফিক ইলাহীর বাড়ি টাঙ্গাইল, ফিন্যান্স অফিসার সৌরভ হোছাইন এর বাড়ি বগুড়া, কোয়ালিটি অ্যানসুরেন্স অফিসার ডাঃ তাওজিয়ার বাড়ি গাজীপুর, এডভোকেসী অফিসার আথিয়া আফরিনের বাড়ি নওগা, মনিটরিং এন্ড ইভোলিউশন অফিসার হিল্লন চাকমার বাড়ি রাঙামাটিতে। এছাড়াও উক্ত সংস্থার কক্সবাজার অফিসের ডিআইসি ম্যানেজার সাইফুর বখতিয়ারের বাড়ি যশোর, কাউন্সিলর বাবলু মিয়ার বাড়ি বগুড়া,মেডিকেল এসিষ্টেন্টের মিরাজুর বাড়ি কক্সবাজার, ফিল্ড মনিটর মারিয়া মাহফুজের বাড়ি বগুড়া, গার্ড হাবিবুর রহমানের বাড়ি বগুড়া, গার্ড মোস্তাফিজুর রহমান এর বাড়ি বগুড়া শহরে। অপরদিকে উখিয়া ব্রাঞ্চের ডিআইসি ম্যানেজার সাইদ আলমের বাড়ি বগুড়া, ফিল্ড মনিটর শামসাদ মুরশিদার বাড়ি বগুড়া এবং গার্ড খালেকের বাড়ি ও বগুড়া শহরে অবস্থিত বলে জানা গেছে। উক্ত এনজিও সংস্থায় পূর্বে কাজ করা মিতু, মরজিনা, সাহিনা, রেজিয়া সহ একাধিক কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে লাইট হাউজ এনজিও এর অধিনে রোহিঙ্গা শিবিরে কাজ করে আসছে। অথচ, এবারের প্রজেক্টে অভিজ্ঞতা সম্পন্ন স্টাফদের বাদ দিয়ে বগুড়া শহরের একাধিক লোকদের নিয়োগ দেয়া হয়েছে। তারা আরো জানায়, স্থানীয় আঞ্চলিক ভাষা না জানলে রোহিঙ্গাদের সাথে কাজ করা কঠিনতর হয়ে যায়। কক্সবাজারের লোক ছাড়া অন্যকেউ রোহিঙ্গা শরণার্থীদের ভাষা বোঝেননা। স্থানীয় লোকদের ছাটাই করে কিংবা অগ্রাধিকার না দিয়ে আত্মীয়করনের মাধ্যমে বহিরাগত লোক নিয়োগ প্রদান করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

আরো সংবাদ