রোহিঙ্গা সমাবেশে আর্থিক সহায়তার অভিযোগে ২ এনজিওর কার্যক্রম বন্ধ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০৪ ১৯:৪৬:৩৭

রোহিঙ্গা সমাবেশে আর্থিক সহায়তার অভিযোগে ২ এনজিওর কার্যক্রম বন্ধ

জসিম সিদ্দিকী, কক্সবাজার : রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা এবং প্রত্যাবাসন বিরোধী প্রচারণার দায়ে আন্তর্জাতিক ২ এনজিও সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও ব্যুরো। ৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসনকে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে এনজিও ব্যুরো। সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আবছার। এনজিও দুইটি হলো- আল আদ্রা ও আল মারকাজুল ইসলামী। পাশাপাশি এই দুই এনজিওর ব্যাংক লেনদেনও বন্ধ করে দেয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আবছার বলেন, গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা ও প্রত্যাবাসন বিরোধী প্রচারণার অভিযোগে এ দুইটি এনজিওর কার্যক্রম বন্ধ সংক্রান্ত চিঠি পেয়েছি। এখন তা বাস্তবায়ন করা হবে।

আরো সংবাদ