লবণ মিল মালিক সমিতির সভাপতি রইছ উদ্দিন আর নেই - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-১৩ ১০:১৩:৫৯

লবণ মিল মালিক সমিতির সভাপতি রইছ উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মোঃ রইছ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রাত তিনটার দিকে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে তার ভাই মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছমির উদ্দিন জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার এক ছেলে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। লবণ শিল্প আন্দোলনের এই আপোষহীন সৈনিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজার উপকূল জুড়ে।বিকেল ৫ টায় মহেশখালীর মাতারবাড়ির নিজ গ্রাম মিয়াজীপাড়া মসজিদের পাশে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। রইছ উদ্দিন কক্সবাজার চেম্বারের সাবেক পরিচালক, কক্সবাজার হ্যাচারি মালিক সমিতির সাবেক মহাসচিব, দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার চেয়ারম্যান, আলিফ সল্ট, হোটেল হিল টাওয়ার, মেরিগোল্ড হ্যাচারি, আলী ফিলিং স্টেশনের মালিক। তিনি চট্টগ্রামের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সোবহানিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল ছিলেন।

আরো সংবাদ