লাইট হাউসের রমজান কটেজ থেকে পর্যটকের টাকা ও মোবাইল চুরি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২০ ২০:০৫:৫৬

লাইট হাউসের রমজান কটেজ থেকে পর্যটকের টাকা ও মোবাইল চুরি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের লাইট হাউস এলাকার রমজান কটেজে এক চুরির ঘটনা ঘটেছে। ১৯ জানুয়ারি দুপুরে রমজান কটেজে এ ঘটনা ঘটে। জানাগেছে, সিলেটের জৈন্তপুর হতে মিজান ও আরিফ নামে ২ ভাই কক্সবাজার শহরে বেড়াতে আসে। তারা ২ জনই লাইট হাউজ এলাকার রমজান কটেজে ভাড়ায় উঠে। এদিকে কৌশলে রমজান কটেজের বয় পরিচয় দিয়ে তাদের সহযোগিতার কথা বলে পাশে ছিলো চোর অভি। ওই চোর কৌশলে তাদের সাথে থাকা নগদে ২৪ হাজার টাকা ও মূল্যবান ১টি মোবাইল সেট নিয়ে গা ঢাকা দেয়। এ ঘটনায় রমজান কটেজের ম্যানেজার রুবেলকে ট্যুরিষ্ট পুলিশ হেফাজতে নিয়ে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এখনো উদ্ধার হয়নি পর্যটকের সেই টাকা আর মোবাইল।

[the_ad id=”36442″]
এনিয়ে আক্রান্ত পর্যটক মিজানুর রহমান জানান, রমজান কটেজের লোকজনের সহযোগিতায় ওই চোর আমাদের মোবাইল আর টাকাগুলো নিয়ে গেছে। শুধু তাই নয়, চোরের সাথে এই ০১৮৯১৫৮৩৩৫৪ নাম্বরে আমাদের কথা হয়েছে এবং স্বীকার করেছে যে সে মোবাইল আর টাকা নিয়েছে। আমাদের কাছে সেই কল রেকর্ডও রয়েছে। কিন্তু আমরা আইনগত সহযোগিতা পাচ্ছি না। মিজান আরও জানান, আসলে তার নাম কি অভি নাকি অন্য কিছু তাও আমরা জানি না। তবে এ ঘটনায় রমজান কটেজের ম্যানেজার ও কর্মচারিদের বিবাদী করে কক্সবাজার সদর থানায় একখানা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ২ পর্যটক।

আরো সংবাদ