লড়বেন মৌসুমী, থাকছেন পূর্ণিমা, পপি - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৬ ২০:৫৯:৫৪

লড়বেন মৌসুমী, থাকছেন পূর্ণিমা, পপি

বিনোদন ডেস্ক: আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ার কথা জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তার প্যানেলে থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা, সাদিকা পাভীন পপি, রিয়াজ ফেরদৌস, অমিত হাসান ও সাইমন।

সোমবার  মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, মৌসুমী এবারের সভাপতি পদে নির্বাচন করবেন এটা ঘোষণা দিয়েছে। তার প্যানেলে থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা, সাদিকা পাভীন পপি, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান ও সাইমন। চিত্রনায়িকা পূর্ণিমা  বলেন, ‘আমি মৌসুমীর প্যানেলে থাকছি না। তবে আমি তাকে (মৌসুমী) সার্পোট করছি। নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে আমার নেই। এই বিষয়ে চিত্রনায়ক অমিত হাসান  বলেন, ‘নির্বাচন করবো এটা তো সঠিক। কোন পদের জন্য করবো এটা এখন বলবো না। সময় করে সাংবাদিক ভাইদের জানাবো। চিত্রনায়ক সাইমন সাদিক  বলেন, ‘নির্বাচন করার ইচ্ছে আছে। কোন পদে বা কার প্যানেল লড়বো এখনই কিছু বলছি না।’ চিত্রনায়িকা পপি  বলেন, ‘নির্বাচনের বিষয়টি আমি এখনও সেই ভাবে ভেবে দেখিনি। কার প্যানেলে থাকবো আর থাকবো না। এটি পরে সিদ্ধান্ত নিয়ে জানাবো। প্রসঙ্গত, শপথ নেয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ দুই বছর পার হয়ে যায় গত মে মাসে। নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়। তবে নির্ধারিত সময় এরইমধ্যে পার হয়ে গেছে। অবশ্য শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর মাঝে আমেরিকায় ছিলেন। তিনি দেশে এসে সম্প্রতি জানান, চলতি মাসেই তফসিল ঘোষণা এবং অক্টোবরে হবে এই সমিতির নির্বাচন। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। চলতি কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় ২০১৭ সালের ৩ জুলাই তিনি পদত্যাগ করেন। এবার তিনি সভাপতি প্রার্থী হচ্ছেন। আর এ নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এবারই প্রথম একজন নারী সভাপতি প্রার্থী হচ্ছেন।

আরো সংবাদ