শহরে সড়ক দখল করে রাখছে বিভিন্ন মালামাল - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০১-১১ ১৭:৫৩:৩০

শহরে সড়ক দখল করে রাখছে বিভিন্ন মালামাল

মো:জসিম উদ্দিন: কক্সবাজার শহরের অলিগলিতে দোকানের মালামাল রেখে অধিকাংশ সড়ক দখল করে রেখেছে ব্যবসায়ীরা। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে পর্যটকসহ পথচারীরা। যার কারণে ঘটছে দুর্ঘটনাসহ তীব্র যানজট। এ কারনে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে সাধারণ মানুষ।[the_ad id=”36442″]

সরেজমিনে দেখা যায়, শহরের এন্ডারসন রোড, হকার মার্কেট, সমবায় মার্কেট, সুপার মার্কেট এলাকা, পৌর সুপার মার্কেট এলাকা, বড় বাজার জামে মসজিদ সড়ক, বড় বাজার, কালুর দোকান এলাকা, মাছ বাজারের অধিকাংশ ব্যবসায়ী দু’পাশের রাস্তা দখল করে মালামাল রেখেছে। যার ফলে সংকীর্ণ হয়ে পড়েছে রাস্তা। তাছাড়া পৌর সুপার মার্কেটের চারপাশে অবৈধ সিএনজি স্টেশন পথচারীদের ভোগান্তি দ্বিগুন করেছে। এ কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।[the_ad id=”36489″]

এ বিষয়ে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বারবার নির্দেশনা দিলেও তা কর্ণপাত করছেনা কথিত ব্যবসায়ীরা। খোদ দোকান মালিক ফেডারেশনের নেতারাও নিজেদের দোকানের মালামাল রেখেছেন রাস্তার উপর। তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই অন্য ব্যবসায়ীরা একই পথ অবলম্বন করছে বলে জানান অনেকে। ১১ জানুয়ারী বিকালে দেখা গেছে, শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কালুর দোকানের প্রধান সড়কের লাগোয়া মক্কা ষ্টীল ও বায়েজিদ ষ্টীলের শো-রুম এবং দোকান। তারা দোকানের মালামাল ভেতরে না রেখে রাস্তায় রেখেছে বিভিন্ন মালামাল। এখান থেকে যানজটের কারনে হেঁটে যাওয়ার কোন জো নেই বললে চলে। সড়কটি এমনিতেই গাড়িতে ভরপুর থাকে। তার উপর ব্যবসায়ীদের ফার্নিচার, সবজি ও মুদি ব্যবসায়ীরা মালামাল রেখে  সড়ক দখল করে রেখেছে। এ সড়ক দিয়ে যানবাহনও চলাচল করতে পারেনা বলেও সূত্রের দাবী।

রিক্সাচালক কবির আহমদ জানান, কালুর দোকান এলাকায় এখন নিত্য যানজট লেগেই থাকে। অপরদিকে সাধারণ মানুষ হেঁটে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই। যেখানে একটু করে হেঁটে যাওয়ার সুযোগ রয়েছে সেখানে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল রেখে সড়ক দখল করে ফেলেছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ব্যবসায়ীদের রাস্তায় কোন পণ্য না রাখতে সতর্ক করে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। কিন্তু এ আদেশ অমান্য করছে ব্যবসায়ীরা।[the_ad_placement id=”after-image”]
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, পর্যটন শহরের সৌন্দর্য বৃদ্ধি ও প্রধান সড়কের যানজট কমিয়ে আনতে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে।

আরো সংবাদ