শাপলাপুর ইউপি নির্বাচনে চমক দেখাতে পারে সাংবাদিক কমল - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-১০ ১৭:৪৯:৩০

শাপলাপুর ইউপি নির্বাচনে চমক দেখাতে পারে সাংবাদিক কমল

কাইছার হামিদ, মহেশখালীঃ সারা বাংলাদেশ জুড়ে একটি মাত্র ইউপি নির্বাচন। আর মাত্র একদিন পর মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপি নির্বাচনে চমক দিখিয়ে কমল বিজয় চিনিয়ে নিবেন মন্তব্য করেন সাধারণ ভোটারা। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পাহাড় সমৃদ্ধদ্বীপ ও নদী বেষ্টিত শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শাপলাপুর ইউনিয়নে ভোটারদের মাঝে বিপুল উৎসব ও আমেজের পাশা-পাশি অজানা শঙ্কা বিরাজ করছে। আনারস মার্কার সমর্থনে শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেষ পথসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শাপলাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আমিন হেলালীর যোগ্যতাসম্পন্ন পুত্র বাংলাদেশের শ্রেষ্ঠ ও প্রাচীনতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক সালাউদ্দিন হেলালী কমল। শাপলাপুর ইউনিয়নের অধিকাংশ ভোটাররা মনে করেন, এবার এ ইউনিয়নে একজন তরুণ ক্লিন ইমেজের প্রার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সালাউদ্দিন হেলালী কমলের মত স্বচ্ছ ব্যাক্তি কে চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যয় ব্যাক্ত করেছেন। তার প্রমাণ মিলে নির্বাচনী প্রচারনার শেষ পথসভায় শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ কাণায় কাণায় ভরে জনসমুদ্রে পরিণত হয়। এই দিন শাপলাপুর ইউনিয়নে দেখা যায়, অন্যান্য প্রার্থীর পথসভার চেয়ে কমলের আনারস প্রতীকের পথসভায় শাপলাপুর ইউনিয়নের মানুষের অপুরান্ত ভালবাসাসহ উপস্থিতির মাধ্যমে।[the_ad id=”36442″] একই ভাবে তারা কমলের আনারস প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার শপথ নিয়েছেন। তাই আগামী ১২ ডিসেম্বর শাপলাপুর ইউপি নির্বাচনে শেষ হাসি হেঁসে চমক দিখিয়ে দিবেন তরুণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তান সালাউদ্দিন হেলালী কমল। প্রত্যান্তাঞ্চলের সচেতন মহল মনে করেন তিনি পারবেন, শাপলাপুরকে উন্নত ডিজিটালরূপে মডেল শাপলাপুর উপার দিতে যেহেতু তিনি সুশিক্ষিত, যোগ্যতাসম্পন্ন জ্ঞানী ব্যক্তি। উক্ত আনারস মার্কার সমর্থনে শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেষ পথসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শাপলাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আমিন হেলালীর যোগ্যতাসম্পন্ন পুত্র বাংলাদেশের শ্রেষ্ঠ ও প্রাচীনতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক সালাউদ্দিন হেলালী কমল। তিনি বক্তব্য দিতে গিয়ে নিজেকে খুবই ক্ষুদ্রতম এবং আবেগের সহিদ বলেন, আমার মরহুম পিতার স্মৃতিময় অঝোপড়া শাপলাপুরকে বিভিন্ন দিক দিয়ে কক্সবাজারের এক নম্বর ইউনিয়ন হিসেবে উপহার দিতে আপনার সহযোগিতা চাই। আরো বলেন, আমার শাপলাপুরে এমন সম্পদ রয়েছে যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। [the_ad id=”36489″]তৎমধ্যে মহেশখালীর মিষ্টি পান, সাদা হীরা খ্যাত লবন ও চিংড়ী ইত্যাদি। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ওসমান গণি ওসমানের সু-যোগ্য পুত্র কালারমারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, নজরুল ইসলাম, এরশাদ উল্লাহ, আলতাফ হোছাইন, জাফর আলম, জসিম উদ্দীন, আব্দুল খালেক, তারেক মোঃ হিরু, বজলুল আহমদ, হাফেজ মৌলনা আক্তার, শাহজাহান, রাশেদুল হাসান রুবেল, নুরুল আলম, আহমদ উল্লাহ, মোহাম্মদ উল্লাহ প্রমূখ।

আরো সংবাদ