শাপলাপুর ইউপি নির্বাচনে যারা বিজয়ী হলেন - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-১২ ১৭:২২:৩০

শাপলাপুর ইউপি নির্বাচনে যারা বিজয়ী হলেন

কক্সবাজার: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে ৪২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনভর ভোট শেষে নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জুলকার ন্ঈাম রাত ১০টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই উক্ত নির্বাচন সম্পন হয়।

আবদুল খালেক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ২৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী দিদারুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪হাজার ১৮৯ ভোট, সাংবাদিক সালাউদ্দীন হেলালী কমল(আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭ ভোট।
এছাড়াও ইউপি সদস্য হিসেবে ১ নম্বর ওয়ার্ডে দিল মোহাম্মদ ( টিউবওয়েল), ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুস সালাম ( মোরগ), ৩ নম্বর ওয়ার্ডে সলিমুল্লাহ (ক্রিকেট ব্যাট), ৪ নম্বর ওয়ার্ডে ফরিদুল আলম (ফুটবল), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শফিউল আলম (বৈদ্যুতিক পাখা), ৬ নম্বর ওয়ার্ডে জমিস উদ্দীন (বৈদ্যুতিক পাখা), ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান মেম্বার ফরিদুল আলম (বৈদ্যুতিক পাখা), ৮ নম্বর ওয়ার্ডে আনু মিয়া (টিউবওয়েল), ৯ নম্বর ওয়ার্ডে আমির হামজা কালু (আপেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সংরক্ষিত নারী আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দিলরুবা বেগম দিল ( তালগাছ), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শাহিন সোলতানা মিনা (বই), ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে হাজেরা খাতুন (বই) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কায়লয় থেকে শাপলাপুর ইউনিয়নের নির্বাচন কর্মকর্তা ও শাপলাপুর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা জুলকার নাঈম আনুষ্ঠানিক ভাবে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন।

রিটার্নিং অফিসার জুলকার নাঈম আরো জানান, শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। আর ১২ টি মেম্বার পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে যাঁরা প্রার্থী আছেন, তারা হলেন-(১) দিদারুল ইসলাম (২) নুরুল হক (৩) আবদুল গফুর (৪) মোহাম্মদ নুরুল হুদা (৫) গিয়াস উদ্দিন সিকদার (৬) আবদুল খালেক (৭) ওসমান সরওয?ার (৮) মোহাম্মদ সাঈদুল ইসলাম চৌধুরী (৯) মোহাম্মদ রফিকুল ইসলাম (১০) এ.কে.এম ইলিয়াস (১১) বদর উদ্দিন (১২) মোহাম্মদ আলম (১৩) মোহাম্মদ শাহজাহান ফারুকী ও (১৪) সোহেল রানা। (১৫) সালাহ উদ্দিন হেলালী কমল ও (১৬) মনির আহমদ।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ১৯৫১৮ জন ভোটার রয়েছেন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯৮৫৬ জন, মহিলা ভোটার ৯৬৬২ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৯ ওয়ার্ডে ৯ টি, ভোট কক্ষ রয়েছে ৪৬ টি। জেলায় শুধুমাত্র একটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন হওয়ায় সবার কৌতুহল বৃহস্পতিবারের শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিকে ছিল।

 

আরো সংবাদ