শাপলাপুর ইউপি নির্বাচনে খালেক চেয়ারম্যানকে ঘিরে নানা কথা - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১১-১৩ ১৮:১৩:৪৪

শাপলাপুর ইউপি নির্বাচনে খালেক চেয়ারম্যানকে ঘিরে নানা কথা

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখা ২০০৫ সালের ১৫ জানুয়ারি একটি বই প্রকাশ করেছিল। ‘সমৃদ্ধ কক্সবাজার’ নামের বইটিতে সেই সময়কার বিএনপি-জামায়াত সরকারের কক্সবাজার জেলার উন্নয়ন ও দলীয় রাজনৈতিক কর্মকান্ড এবং জেলা ব্যাপি বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের তালিকা প্রকাশ করা হয়েছিল।

বর্তমান জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও জেলা বিএনপি প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর যৌথ সম্পাদনায় প্রকাশিত বইয়ের ২৮ নম্বর তালিকায় ছিলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম আবদুল খালেকের নাম। ২০১৪ সালের ২২ নভেম্বর অনুষ্টিত শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সেই ইউপি চেয়ারম্যান আবদুল খালেক প্রার্থী হয়েছিলেন।[the_ad_placement id=”new”]
২০১৪ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় এক নির্বাচনী প্রচারণা সভায় আবদুল খালেক চেয়ারম্যান বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাটি রেকর্ড করা রয়েছে। সাবেক বিএনপি নেতা আবদুল খালেক চেয়ারম্যান তার বক্তৃতায় বলেছিলেন-‘আই দোষ গইল্লে অলাপুরের মাইনষে আঁরে মারুক। এমপি তোরা আইয়্যেরে গাইল দদ্দে কিইল্ল্যা ?
খালেক চেয়ারম্যান বলেছিলেন, বক্তৃতাত হদ্দে বলে-ওদ্দি শেখ হাসিনা-নিচদ্দি আঁই আশেক উল্লাহ, ইয়ার নিচদ্দি ডাঃ ওসমান অইলে এলাকাত হাম অইব। অলাপুরর জঅল অরে টাউন বানাইয়্যিদে ইয়া তুই আশেক উল্লাহ আর ওসমানরে লাগ্গিলনে ? তোমাদের মত এমপি-তোমাদের মত নেতা খালেক চেয়ারম্যানত্তো অন্তত ন লাগে। এ পর্যন্ত তুই এমপিত্তুন ওগ্গা দস্তখত লইয়্যিনে ? কিয়াল্লাই ফাড়া গফ মারি যরগইদে ? আঁই এরকম এমপি’র পিছনে…..।’

[the_ad id=”36442″]
বিএনপি’র প্রকাশিত বইয়ের তালিকাভুক্ত নেতা আবদুল খালেক চেয়ারম্যানের এসব বক্তব্যের রেকর্ড থেকে এসব অংশটুক উল্লেখ করা হয়েছে। সেই নির্বাচনে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে আবদুল খালেক চেয়ারম্যান পরাজিত হন। চেয়ারম্যান নির্বাচিত হন জামায়াত নেতা নুরুল হক।
সেই নির্বাচনের পর এবার নতুন নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর অনুষ্টিত হবে মহেশখালীর আলোচিত একটি ইউনিয়ন শাপলাপুরের নির্বাচন। এ নির্বাচর নিয়ে এখন পুরো মহেশখালী এখন নতুন করে সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে আবারো আলোচনায় ফিরে এসেছেন সাবেক বিএনপি নেতা আবদুল খালেকের নামটি।

আলোচনা তুঙ্গে উঠেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন ? এখানেও নাম এসেছে সাবেক বিএনপি নেতা আবদুল খালেকের। কেননা তিনি ২০১৬ সালে অনুষ্টিত কাউন্সিলে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। সেই কমিটিতে সভাপতি হন প্রবীণ রাজনীতিক আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিক। ইতিমধ্যে ইউনিয়নের আরো অনেকেই চেয়ারম্যান প্রার্থী হবার কথা চাওর হয়ে পড়েছে। তাদের তদবিরও চলছে।
তন্মধ্যে ২০১২ সালের কাউন্সিলে শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে থাকা মোঃ সাইদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা মৌলভী ওসমান, যুবলীগের দিদারুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী এবং শাপলাপুর ইউপির প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন হেলালীর পুত্র সালাউদ্দিন কমল সহ আরো কয়েকজন রয়েছেন। ইউনিয়নের ক্ষমতাসীন দলের অনুসারি নেতা-কর্মীরাও বিগত দিনের নানা ভোগান্তির কারনে সবাই এখন একাট্টা হয়ে লড়ছেন দলের নিবেদিত একজন ক্ষমতাসীন দলের প্রার্থী মনোনয়ন পেতে। দলের মনোনয়ন পেতে ইচ্ছুক এসব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সবাই একাট্টা হয়ে বলছেন-সাবেক চেয়ারম্যান আবদুল খালেক বিএনপি ছাড়াও আরো অন্যান্য দলের সাথেও জড়িত ছিলেন। ২০১৬ সালের কাউন্সিলে কিভাবে চেয়ারম্যান আবদুর খারেক সদস্য হন তাও তাদের জানা নেই। কথা উঠেছে-আবদুল খালেক উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেও গত তিন বছরে কোন দলীয় কমিটির সভায়ও উপস্থিত ছিলেন না।[the_ad id=”36489″]

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী গতরাতে একথা স্বীকারও করেছেন অকপটে। এমনকি তিনি বলেছেন, উপর্যুপরি কোন সদস্য যদি কিনা তিনটি সভায অনুপস্থিত থাকলে তার সদস্যপদ থাকারও কথা নয়। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের দাবি- আবদুর খালেক চেয়ারম্যান রাজনৈতিক ভাবে কোন দিনই আওয়ামী লীগের নিবেদিততো নয়ই ২০১৪ সাল পরবর্তী সময়েও পর্যন্ত দলীয় নির্বাচিত এলাকার মাননীয় এমপি সহ দলীয় নেতাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়ে গেছেন। তাদের প্রশ্ন এমন একজন ব্যক্তি কিভাবে দলীয় মনোনয়নের জন্য তদবিরে নামেন ? এব্যাপারে গতরাত সাড়ে ১১টায় এডভোকেট এস.এম. আব্দুল খালেক চৌধুরীর মোবাইলে (০১৭১১-৮০১১৯৪) বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরো সংবাদ