শাপলাপুর ইউপি নির্বাচন: প্রার্থীদের চোখে ঘুম নেই - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-০৯ ০৬:৪০:০৮

শাপলাপুর ইউপি নির্বাচন: প্রার্থীদের চোখে ঘুম নেই

কাইছার হামিদ, মহেশখালীঃ মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় লাভ করতে প্রার্থীদের ঘুম চোখে নাই বলে শোনা গেছে। আর মাত্র দু’দিন পর অনুষ্ঠিত হবে শাপলাপুর ইউপি নির্বাচন। আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পাহাড় সমৃদ্ধদ্বীপ ও নদী বেষ্টিত শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শাপলাপুর ইউনিয়নে ভোটারদের মাঝে উৎসবের আমেজের পাশা-পাশি অজানা শঙ্কা বিরাজ করছে। কারণ এ নির্বাচন আদৌও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে কিনা সন্দেহ প্রকাশ করছে ভোটাররা। এ নিয়ে ভোটারদের মাঝে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। উক্ত নির্বাচনে হেভিয়েট ছয় জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আমিন হেলালীর পুত্র যমুনা টিভির বিশেষ প্রতিনিধি, তরুণ সাংবাদিক সালাউদ্দিন হেলালী কমল মার্কা আনারস। সাধারণ ভোটারদের ভাষ্যমতে কমল তাঁর মরহুম পিতার উত্তোসুরী হিসেবে ও পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের প্রচারণা তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারে।[the_ad id=”36442″]

আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী ও শাপলাপুর ইউপি’র বার বার নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরীর মার্কা নৌকা। শাপলাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃ ওসমান গণি জানান, বাংলাদেশ সরকারে উন্নয়নের জোয়ার দেখেই শাপলাপুরের সাধারণ জনগণ নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। দিদারুল ইসলাম মার্কা দোয়াত কলম। এলাকা অধিকাংশ লোকজন বলেন- দিদার বিগত বছর হইতে গ্রামে, গঞ্জে, মসজিদ, টাকা পয়সা দিয়ে প্রচারণা চালাচ্ছে। জামায়েত নেতা ও শাপলাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল হক চৌধুরী মার্কা ব্যাটারী নিয়ে নির্বাচন করেবেন। এলাকার সুশীল সমাজের ভাষ্যমতে তাঁর শাসনামল তেমন ভাল না হওয়ায় তিনি পিছিয়ে পড়বে। আরেক প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান এমইউপি আলহাজ্ব সাইদুল ইসলাম মার্কা অটোরিক্সা। ইউনিয়ন আ’লীগের এক কর্মী জানান, তারা তাকে ভোট দেবেন, আরো বলেন সাইদুল আ’লীগের একজন প্রিয় মূখ।[the_ad id=”36489″]

আরো রয়েছে বিএনপির দলীয় মনোনিত প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম মার্কা মোটরসাইকেল। ইতিমধ্যে তাঁর জেলা ও উপজেলা বিএনপি এবং বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিজয় নিশ্চিত করতে মাঠে ময়দানে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছে। তবে, নির্বাচনী মাঠে বিভিন্ন জনের সাথে আলাপ-করে জানা যায়, এডভোকেট আবদুল খালেক চৌধুরী নির্বাচনের প্রচারণায় নামার সাথে সাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কয়েকজনের মুখ তুবড়ে পড়েছে। এমনকি আবদুল খালেক চৌধুরীকে ঠেকাতে আওয়ামীলীগ সমর্থিত একটি অংশ বিকল্প হিসেবে একজন প্রার্থী খোঁজছে। কিন্তু সমাজ এবং ইউনিয়নবাসীর নিরাপত্তা ও এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য মন-মানসিকতা নিয়ে চিন্তা করে এমন প্রবীণ আওয়ামীলীগ নেতারা খালেক চৌধুরীকে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে অধিক আগ্রহে বসে আছে। সর্বোপরি বিভিন্ন জনের সাথে আলাপ করে জানা যায়, খালেক চৌধুরীর সাথে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে যোগ্য প্রার্থীর অতি সংকট। জানা যায়, প্রার্থীরা একে-অপরের সাথে আলাপ-আলোচনা করে জোটবদ্ধ হয়ে খালেক-চৌধুরীকে ঠেকাতে মরিয়া। মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার ও শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার মুহাম্মদ জুলকার নাঈম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিতিব্য লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

আরো সংবাদ