শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বুয়েট ভিসি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১০-১১ ২০:১৬:৫৮

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বুয়েট ভিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদের কাছে ক্ষমা চাইলেন ভাইস-চ্যান্সেলর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় বুয়েটের অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সভা শুরু হয়। সভায় আবরার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, আবরার ফাহাদ খুনের পর কিছু কাজ করতে গিয়ে তাঁর কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি ছিল। আমার ঘাটতি ছিল পিতৃতুল্য হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি তোমরা আমাকে ক্ষমা করে দেবে। একই সাথে এ ঘটনায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের কাছেও ক্ষমা চাচ্ছি।’[the_ad id=”36442″]

ভিসি বলেন, ‘আমি ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপর ছিলাম। তোমরা অভিযোগ করেছো আমি তোমাদের সামনে আসি নি। আমি মূলত এটা নিয়ে শিক্ষা উপমন্ত্রী এবং পুলিশের আইজিসহ সরকারের উচ্চ পদস্থদের সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, ‘তোমরা আমার তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছো। আমি বলব আমি বসে ছিলাম না। এখানে বিষয়টা নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আমার জানামতে এমন ঘটনাই এর আগে এত দ্রুততম সময়ে সংশ্লিষ্ট গ্রেফতার হয়নি। কিন্তু এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।’

আমি এটা নিয়ে কাজ না করলে গ্রেফতার হলো কি করে? ছাত্রদের প্রতি প্রশ্ন তুলে ভিসি বলেন, ‘তার পরেও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি এ ঘটনায় হতবাক হয়েছি, আমি বিপন্ন অবস্থায় আছি।’[the_ad_placement id=”after-image”]

বুয়েট ভিসি বলেন, ‘এ ঘটনায় যেসব শিক্ষক দ্রুত ছাত্রদের সামনে এগিয়ে এসেছেন আমি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি।’

ভিসি জানান, ‘একটা জীবন চলে গেলে সেটা ফিরে পাওয়া যায় না। এজন্য আমাদের এখানে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই। আমি কথা দিচ্ছি এর সঙ্গে সংশ্লিষ্টদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’[the_ad_placement id=”new”]

আরো সংবাদ