শিক্ষার আলো ছড়াচ্ছেন সাগরপাড়ের শ্রেষ্ঠ শিক্ষক রমজান আলী - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৯ ২২:৩৮:২৮

শিক্ষার আলো ছড়াচ্ছেন সাগরপাড়ের শ্রেষ্ঠ শিক্ষক রমজান আলী

জসিম সিদ্দিকী, কক্সবাজার: আর্দশ এক প্রধান শিক্ষক। যিনি দীর্ঘ ২১ বছরের শিক্ষকতা জীবনে শত শত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আর্দশবান হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজেও ভূষিত হয়েছেন শিক্ষকতা জীবনের সবোর্চ্চ পুরস্কার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। শুধু তাই নয় দীর্ঘ শিক্ষকতা জীবনের সাফল্য হিসেবে পেয়েছেন অনেক সম্মাননাও। এই শিক্ষকের চাহিদা হল বাকী জীবনটা নিজের আর্দশ ধরে রেখে শিক্ষার্থীদের কল্যাণের ব্যয় করা। এতক্ষন বলছিলাম কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলীর কথা। মুহাম্মদ রমজান আলী ১৯৭৩ সালে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলার মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলহাজ্ব মোঃ ইয়াহিয়া ও মাতার নাম আলহাজ্ব আছমা আক্তার। পিতামহ তৎকালীন বুজুর্গানেদ্বীন মরহুম হাজী মোঃ জাকারিয়া (রঃ) পিতামহের দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারী শিক্ষার হাতেখড়ি হয় মুহাম্মদ রমজান আলীর। ছোটবেলা হতে প্রকট মেধার অধিকারী মুহাম্মদ রমজান আলী মহেশখালীতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকার কবির নজরুল সরকারী কলেজ হতে স্নাতক ও সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ধর্নাঢ্য পরিবারে জন্মগ্রহণ করে রাজধানীতে পড়ালেখা করে ও নিজ মাতৃভূমিতে শিক্ষার আলো জ্বালানোর অভিপ্রায়ে শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়ে ১৯৯৮ সালে মহেশখালী উপজেলার কুতুবজোমে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করে ১৯৯৯ সালে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দীর্ঘ ১৬ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা করে ২০১৪ সালে কক্সবাজার মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। শিক্ষায় পশ্চাদপদ কুতুবজুম ইউনিয়নের কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়কে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে সমগ্র উপজেলায় সেরা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৪ সালে কক্সবাজার মডেল হাই স্কুলে যোগদান করার পর ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ডিজিটাল বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন। শিক্ষকতা জীবনে তিনি মাধ্যমিক শিক্ষার গুণগত মনোন্নয়ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও জবাবদিহিতা, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা, জেন্ডার সমতা, একীভূত শিক্ষা, সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়নসহ অনেক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মাষ্টার ট্রেইনার এবং শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রধান শিক্ষক ও মাদ্রাসার প্রধানদের ও মাষ্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে কক্সবাজার মডেল হাই স্কুল পড়ালেখা ও ফলাফলে যেমন সেরা সহ-শিক্ষাক্রমিক কার‌্যাবলীতে ও তেমন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলেছে। সর্বশেষ ২০১৯ সালের, এসএসসি পরীক্ষার ফলাফলে অত্র বিদ্যালয় সম্মিলিতভাবে ২য় ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের মধ্যে প্রথম হওয়ায় গৌরব অর্জন করে। তাঁর প্রতিষ্ঠানের এরকম ঈর্ষান্বিত ফলাফল কী কী কারণ রয়েছে এমন প্রশ্নে মুহাম্মদ রমজান আলী বলেন, প্রথমত; বিদ্যালয়ের শৃংখলা ও শিক্ষকদের আকর্ষনীয় ও পরিকল্পিত পাঠদান। কেন শিক্ষা ছুটিতে থাকলে ও ক্লাস গ্যাপ যায়না। ষ্টপ গ্যাপের মাধ্যমে ক্লাস পরিচালিত হয়। শিক্ষকগণ পূর্ব প্রস্তুতি নিয়ে শিক্ষক ডায়েরী অনুসরন পূর্বক ক্লাস করেন। সিলেবাস যথাসময়ে সম্পন্ন হয়। প্রতি ২ মাস অন্তর অন্তর ইন-হাউজ প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকদের প্রনোদনা দেয়া হয়। সকল শিক্ষক আইসিটি প্রশিক্ষন প্রাপ্ত। সিলেবাস এবং প্রশ্নপত্র শিক্ষকেরা নিজেরা প্রনয়ন করে স্কুলের নিজস্ব কম্পিউটার ল্যাবে জন্য ক্লাস শুরুর পূর্বে বিষয়ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকগণ এমন কী প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ও ক্লাস নেন। কক্সবাজার মডেল হাই স্কুলে তিনি যোগদান করায় পর পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন হয়। শিক্ষকতা জীবনে তিনি অনেক পূরস্কারে ভূষিত হয়েছিল। ২০০৮, ২০১০ ও ২০১৭ সালে বিএসবি ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষকের এ্যাডওয়ার্ড বাংলাদেশ মানবাধিকা সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক স্টার গোল্ড এ্যাডওয়ার্ড- ২০১৬ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মননা প্রাপ্ত হন। দাম্পত্য জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

আরো সংবাদ