শীতের শুরুতে বাড়ছে পর্যটকের আনাগোনা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১১-০৩ ১০:৫২:৪০

শীতের শুরুতে বাড়ছে পর্যটকের আনাগোনা

শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা। হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টগুলো প্রতিদিনই মোটামুটি থাকছে বুকড। ফলে পর্যটন ব্যবসায় ফিরছে চাঙ্গাভাব।

হোটেল মালিক সমিতি বলছে, এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে তাদের।[the_ad id=”36442″]

শীতের শুরুতেই কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম। গত এক সপ্তাহ ধরে হাল্কা শীত পড়ার পরপরই পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা। শীত মৌসুমে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর তাদের উল্লাসে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট।

গত কয়েকদিনের হিসেব মতে, কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে প্রতিদিন ৩০ হাজারের বেশি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসায় চাঙ্গাভাব।

শীতের শুরুতে যেভাবে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক আসা শুরু করেছে তাতে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে বলে মনে করছেন কক্সবাজার হোটেল মালিক সমিতির সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন।

হোটেল মালিকদের দেয়া তথ্য মতে, প্রতিবছর পর্যটন মৌসুমে কক্সবাজারে ৫০ লাখেরও অধিক দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে।

আরো সংবাদ