শূন্য রানে অঞ্জলির ৬ উইকেট! - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১২-০২ ১৯:১৩:০৪

শূন্য রানে অঞ্জলির ৬ উইকেট!

আইসিসি সব ক্রিকেট খেলুডে দেশগুলোকে (১০৪টি সদস্য রাষ্ট্র) টি-টোয়েন্টি স্ট্যাটাস দেয়ার পর বিভিন্ন রেকর্ড হচ্ছে এই ফরম্যাটে। আজও যেমন একটা রেকর্ড হয়ে গেল সাউথ এশিয়ান (এসএ) গেমসে নারীদের ক্রিকেটে। আজ নেপালের পোখারায় আসরের প্রথম ম্যাচে নেপালের বোলার ২৪ বছর বয়সী অঞ্জলি চাঁদের বোলিং ফিগার ছিল ২.১-২-০-৬! যা অবিশ্বাস্য হলেও এখন সত্যি।এর আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল মালয়েশিয়ার ম্যাস এলিসার। চলতি বছরের জানুয়ারিতে চীনের বিপক্ষে মালয়েশিয়ান এই লেগ স্পিনার ৬ উইকেট নেন মাত্র ৩ রানে।যেমনটা গত জুনে কোনও রান না দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তাঞ্জানিয়ার বোলার নাসরা সাইদি। যেখানে প্রতিপক্ষ ছিল মালি।আজ অঞ্জলির সামনে মালদ্বীপের মেয়েরা অল-আউট হয়ে যায় ১০ ওভার এক বলে মাত্র ১৬ রানে। [the_ad_placement id=”after-image”]

এই রান তাড়া করতে নেপালের লাগেনি এক ওভারও। মাত্র ৫ বলেই জয় পায় স্বাগতিকরা।আজ মালদ্বীপের করা ১৬ রানই টি-টোয়েন্টির সর্বনিম্ন রান নয়, জুনে রুয়ান্ডার বিপক্ষে ৬ রানে গুটিয়ে গিয়েছিল মালি। এই রান তাড়ায় রুয়ান্ডা জিতেছিল ৪ বলে।

আরো সংবাদ