সদর হাসপাতাল চিকিৎসা সেবায় পরিপূর্ণ- সিনিয়র সচিব হেলাল - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৯-০৬ ০৬:৫৬:৫৩

সদর হাসপাতাল চিকিৎসা সেবায় পরিপূর্ণ- সিনিয়র সচিব হেলাল

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার কন্ঠ :  যুক্তরাজ্যস্থ কক্সবাজার সমিতি এগিয়ে এসেছে কক্সবাজারবাসীর চিকিৎসা সেবায়। সমিতি কক্সবাজার জেলা সদর হাসপাতালের জন্য ৫টি বাইপাপ অক্সিজেন মেশিন প্রদান করেছে। ৬ সেপ্টেম্বর রাতে অনুষ্টিত এক জুম কনফারেন্সের মাধ্যমে সমিতির দেয়া এসব চিকিৎসা সহায়তা সামগ্রী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন আবদুর রহমানের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক কামাল হোসেন। সেই সাথে যুক্তরাজ্যস্থ্য কক্সবাজার সমিতি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ষষ্ট শ্রেণীর ছাত্র সায়ানের চিকিৎসা সহায়তা হিসাবে জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছে ৫০ হাজার টাকা। সমিতির পক্ষে রাশেদ মাহমুদ টাকা হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত জুম কনফারেন্সে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও কভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী নিয়োজিত কক্সবাজার জেলার সমন্বয়ক হেলাল উদ্দীন আহমদ। সভায় যুক্তরাজ্যের কক্সবাজার সমিতি, ঢাকাস্থ কক্সবাজার সমিতি এবং কক্সবাজার জেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সংযুক্ত হন।
জেলা প্রশাসক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সভার সভাপতি সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে এতদিন ধরে বাই পাপ অক্সিজেনের অভাব ছিল। সেই বাই পাপ অক্সিজেনও পাওয়া গেছে। এখন জেলা সদর হাসপাতালটি চিকিৎসা সেবায় পরিপূর্ণ। সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক এবং মেয়র মুজিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের আরএমও শাহীন আবদুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, জ্যেষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বক্তৃতা করেন।

আরো সংবাদ