সমুদ্র সৈকতের বীচকর্মীরা গরীবের মুখের খাবার কেড়ে নিচ্ছে! - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-২৫ ১২:২০:৩৬

সমুদ্র সৈকতের বীচকর্মীরা গরীবের মুখের খাবার কেড়ে নিচ্ছে!

জসিম সিদ্দিকী: কক্সবাজার সমুদ্র সৈকতের বীচকর্মী নামধারী কিছু দুর্বৃত্ত গরীবের মুখের খাবার কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। সামান্য কিছু টাকার জন্য তারা পারেনা এমন কোন কাজ নেই! ষাটোর্ধ আকতার হোসেন। যার নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। ৫ মেয়ের বোঝা কাঁধে নিয়ে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে ওশান প্যারাডাইসের পশ্চিম পাশে দীর্ঘ ২০ বছর ধরে হকারী করছে। মানবিকতা বিবেচনায় জেলা প্রশাসনের পর্যটন শাখা থেকে তাকে একটি কার্ডও দিয়েছে। [the_ad_placement id=”new”]কার্ড নং-১৫১৩। তার একমাত্র সম্বল একটি ভ্যান গাড়ী। ওই ভ্যান গাড়ীতে করে সে আগত দর্শনার্থী ও পর্যটকদের কাছে খাবার বিক্রি করে আসছে। কিন্তু ওই শ্রেণীর বীচ কর্মীরা তার পেটে বার বার লাথি মারছে। নানা দাবী, নানা অজুহাতে তাকে অত্যাচার করে আসছে। গত ১৯ অক্টোবর ভ্রাম্যমান দোকানটি বন্ধ করে দিয়ে মালামাল তছনছ করে। গ্যাসের চুলাটিও নিয়ে যায় বীচকর্মী ইসমাইল। টাকা না দিলে ভ্যানের (দোকান) ঝাপগুলো (দরজা) না খুলতে নিষেধ করে। সেই থেকে ভ্রাম্যমান দোকানটি বন্ধ রয়েছে।

আরো সংবাদ