সরকারকে কুকুরের সঙ্গে তুলনা করলেন মাহবুব - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৫-০৮-২৮ ০৮:২৭:০৮

সরকারকে কুকুরের সঙ্গে তুলনা করলেন মাহবুব

ঢাকা: 2015_08_28_13_24_38_xDmrOlYKB3CCr65rM1mF0HVOHBdqKI_originalবিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘সরকারের সাথে ভালো আচারণ করে লাভ হবে না। কারণ কুকুরের সাথে ভালো আচারণ করে কোনো কিছু পাওয়া যায় না। তাই যেমন কুকুর তেমন মুগুরের মতো আচারণ করতে হবে। তাহলেই সব স্বাধীনতা আদায় করা সম্ভব।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে দিগন্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তিতে সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি শীর্ষক এক প্রতিবাদ সংহতি সম্মিলনে তিনি এ কথা বলেন। দিগন্ত টেলিভিশনের উদ্যোগে এই প্রতিবাদ সংহতি সম্মিলন অনুষ্ঠিত হয়।

রাজনৈতিকদের উদ্দেশ্য করে মাহবুব হোসেন বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার আজ ভুলণ্ঠিত। তাই শুধু সেমিনার ও আলোচনার মাঝে সীমাবদ্ধ থাকলে এই সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করা সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি চায়। কিন্তু সেই বিচার হতে হবে অবশ্যই আন্তর্জাতিক মানের।’

বিএনপির এ নেতা বলেন, ‘দিগন্ত টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চায়। তাই বর্তমান সরকার দিগন্ত টেলিভিশনকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেবে না বলেই তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।’

দিগন্ত টেলিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহবুবুল আলম গোরার সভাপতিত্বে প্রতিবাদ সংহতি সম্মিলনের আরো বক্তব্য রাখেন সাবেক বিচারপতি আব্দুল রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, কবি ফরহাদ মজহার, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ