সাগরপাড়ে বৈরি হাওয়ায় ক্যাচ আয়ত্তের চেষ্টা থামেনি রুমানাদের - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৯-৩০ ১১:২৬:২০

সাগরপাড়ে বৈরি হাওয়ায় ক্যাচ আয়ত্তের চেষ্টা থামেনি রুমানাদের

জসিম সিদ্দিকী, কক্সবাজার:পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন প্রস্তুতির দৃশ্য দেখা গেল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ১ নম্বর গ্রাউন্ডে।
৩০ সেপ্টেম্বর সকালে হঠাৎ বৃষ্টির বেগ পরে বাড়লেও ক্যাচ আয়ত্তে আনার চেষ্টা থামেনি রুমানাদের। যাতে জেতার দৃশ্য বলে দেয় পাকিস্তান-বধে কতটা মরিয়া টিম টাইগ্রেস। একটা সময় অবশ্য বৃষ্টির কাছে হার মানতেই হয়েছে। তিন ঘণ্টা অনুশীলনের পরিকল্পনা থাকলেও করা গেছে তার অর্ধেকটা সময়। নেটে বোলিং মেশিন বসানোর কাজ চলছিল। অন্যদিকে কক্সবাজারের ছেলেরা এসেছিল সালমা-রুমানাদের বোলিং করতে। অলস সময় কাটিয়ে তাদের ফিরে যেতে হয়েছে। এদিন ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। ব্যস্ততা বেড়েছে মাঠকর্মীদের। ড্রেনেজ ব্যবস্থা উন্নতমানের না হওয়া চিন্তা বেড়েছে তাদের।
কক্সবাজারের আলো-বাতাস চেনা সুযোগ কাজে লাগাতে চান জাহানারা আলম। তিনি বলেন, বৃষ্টির মধ্যেও অনুশীলন করলাম। সিরিজের মধ্যেই বৃষ্টি হতে পারে। আসলে এখানে এত বেশি খেলেছি যে কখন কেমন থাকবে সেটা আমরা ভালো বুঝি। আমরা কন্ডিশনের সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চেষ্টা করবো। আমাদের লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়। জাহানারা-রুমানারা হোটেলে ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর কক্সবাজার পৌঁছেছে পাকিস্তান দল। দুটি দলই অবস্থান করছে তারকামানের হোটেল ওশান প্যারাডাইসে। অধিনায়ক বিসমাহ মারুফ ইনজুরিতে থাকায় জাভেরিয়া খানের কাঁধে সফরকারীদের নেতৃত্বভার। ২ অক্টোবর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩, ৫ ও ৬ অক্টোবর বাকি ৩ম্যাচ। একমাত্র ওয়ানডে মাঠে গড়াবে ৮ অক্টোবর।

আরো সংবাদ