সাড়ে ১৮ হাজার পুলিশ আক্রান্ত ৮০ জনের মৃত্যু - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-১২-০১ ২০:০৯:২২

সাড়ে ১৮ হাজার পুলিশ আক্রান্ত ৮০ জনের মৃত্যু

বাকী বিল্লাহ, সংবাদ : করোনা যুদ্ধে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন স্থানে লকডাউন কার্যকর, মাস্ক পরানো, অসহায়দের খাবার সরবরাহ, জনসচেতনতা সৃষ্টি পর্যন্ত করেছেন পুলিশ সদস্যরা। যা এখনও অব্যাহত আছে। এ মহামারীর মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে গত মার্চ থেকে গত ২৯ নভেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫১৭ পুলিশ কর্মকর্তা ও সদস্য। প্রাণ হারিয়েছেন ৮০ জন। অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি হাসানুল হায়দার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার ডিসি মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে গত ২৯ নভেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৩৮ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১ জন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপিসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে, আক্রান্ত ৩১৩৮ জনের মধ্যে ৩ হাজার ৭ জন পুরুষ ও ১৩১ জন নারী। এখনও চিকিৎসাধীন আছেন ডিএমপির ৫৩ জন। তার মধ্যে নারী ৩ জন। ৫০ জন পুরুষ। এছাড়া আইসোলেশনে আছেন ৫৩ জন।

ডিএমপিতে আক্রান্তদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ৩ জন। পুলিশ সুপার ১২ জন। অতিরিক্ত পুলিশ সুপার ৫০ জন। সহকারী পুলিশ সুপার ২৮ জন। পুলিশ পরিদর্শক ১৮০ জন। এসআই, সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার ৫৭৩ জন। এএসআই ৫শ জন। কনস্টেবল ১ হাজার ৫৪৮ জন।

ডিএমপিতে মৃত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন, ডিএমপির পশ্চিম বিভাগের এসআই মো. সুলতানুর আরেফিন হিরা, ডিএমপির এএসআই শ্রী রঘুনাথ রায়, ডিএমপির এএসআই আবদুল খালেক, ওয়ারি পুলিশ ফাঁড়ির কনস্টেবল জসিম উদ্দিন, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ, ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা, ডিএমপির নায়েক মো. আল-মামুনুর রশীদ, ডিএমপির পরিদর্শক রাজু আহমেদ, ডিএমপির মিরপুর বিভাগের অফিস সহকারী নিরোদচন্দ্র ম-ল, ডিএমপির রমনা বিভাগের কনস্টেবল মো. আলমগীর হোসেন, ডিএমপির ওয়ারি বিভাগের এএসআই মো. নুরুল আমিন মজুমদার, ডিএমপির উত্তরা বিভাগের কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ, ডিএমপির এসআই এসএম মকুল মিয়া, গুলশান বিভাগের কনস্টেবল আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির পরিবহন বিভাগের কনস্টেবল মো. কাশেম আলি, উত্তরা বিভাগের কনস্টেবল সিরাজুল ইসলাম, ডিএমপির গোয়েন্দা বিভাগের পরিদর্শক রফিকুল ইসলাম, তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. সাইফুল আলম, ট্রাফিক কনস্টেবল আক্তার হোসেন, পরিবহনের বিভাগের কনস্টেব মো. মহসিন, ট্রাফিক বিভাগের কনস্টেবল দেওয়ান মো. নুরে আলম সিদ্দিক, কনস্টেবল মো. মঞ্জুর রহমান।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি হাসানুল হায়দার জানান, করোনা পুলিশে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। আক্রান্তদের পুলিশ হাসপাতালে চিকিৎসা ছাড়াও পুলিশ প্লাজমা সংগ্রহ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছে।

পুলিশ কর্মকর্তা মিডিয়া শাখার ডিসি ওয়ালিদ হোসেন বলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এখনও যারা আক্রান্ত আছেন তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে।

আরো সংবাদ