সিকিউরিটি গার্ডের কোটি টাকার আত্মসাতের অভিযোগ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৪ ২০:৫৫:১৪

সিকিউরিটি গার্ডের কোটি টাকার আত্মসাতের অভিযোগ

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে হার্ডসন সিকিউরিটি সার্ভিসের বিরুদ্ধে সিকিউরিটি গার্ডের কোটি টাকার আত্মসাতের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক,মহেশখালী | মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত হার্ডসন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অধীনে চাকুরীরত মাতারবাড়ী ৭৫ জন ব্যক্তির বেতন থেকে প্রতি মাসে অন্তত পক্ষে ১০ লাখ টাকা কর্তন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে গত ১ বছরে ঐ হার্ডসন কোম্পানী তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমন অভিযোগ করেন হার্ডসন সিবিউরিটি সার্ভিসে কর্মরত গার্ডরা। আরো বলেন তারা ন্যায্য বেতন আদায়ের জন্য প্রতিবাদ করায় হার্ডসন সিকিউরিটি সার্ভিস লিমিটেড-এর ম্যানেজার মোাহাম্মদ তাহের, সুপারভাইজার মোহাম্মদ হাছান বাবুর্চি নয়ন, ব্যারাক পরিচালক মোহাম্মদ কাজল গত ৮ সেপ্টেম্বর বিকালে প্রকল্প এলাকায় গিয়ে স্থানীয় সিকিউরিটি গার্ডদের ব্যাপক অশ্লিল গালাগালসহ চাকুরিচ্যুত করার হুমকি দেন। মাতারবাড়ীর ঐ ৭৫ জন সিকিউরিটি গার্ডের সদস্যরা এ ঘটনার প্রতিকার চেয়ে কোল পাওয়ারের এমডি, মহেশখালীর থানার ওসি ও সুমিতমো কর্পোরেশন কোম্পানির এমডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১১ আগস্ট পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাতারবাড়ীর মগডেইল গ্রামের বাসিন্দা বদর উদ্দীনের ছেলে গার্ড আবদুল গফুর সুমিতমো কর্পোরেশন কোম্পানীর এমডিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগে জানান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ঠিকাদারী প্রতিষ্ঠান হার্ডসন সিকিউরিটি সার্ভিস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ফারজানার অধীনে মাতারবাড়ীর ৭৫ জন ব্যক্তি সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরী নেন। চাকুরীতে যোগদান করার কয়েক মাসের পর বেতন বৃদ্ধিসহ অন্যান্য কোম্পানীর সিকিউরিটি গার্ডদের মত সুযোগ-সুবিধা দেয়ার কথা দেন। কিন্তু তাদের প্রত্যেকের বেতন প্রতিমাসে ২৬ হাজার ২ শত ৩৫ টাকা হলেও তাদেরকে চাকুরী শুরু থেকে অদ্যাবধি ১২ হাজার টাকা করে প্রদান করে আসছে। অথচ জাপানী সুমিতমো কোম্পানীর ফরমে লেখা রয়েছে প্রতি জনের বেতন ২৬ হাজার ২ শত ৩৫ টাকা। এভাবে ৭৫ জন সিকিউরিটি গার্ড থেকে গত ১ বছরে হার্ডসন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের কর্তারা তাদের বেতন থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা কর্তন করে নিয়েছে।

আরো সংবাদ