সিনহা হত্যা মামলার চার্জশীট অবৈধ-আসামী পক্ষের আইনজীবি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-১২-১৩ ০৭:২৩:৩৭

সিনহা হত্যা মামলার চার্জশীট অবৈধ-আসামী পক্ষের আইনজীবি

কক্সবাজার প্রতিনিধি : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনকে (চার্জশীট) অবৈধ বললেন প্রধান আসামী পরিদর্শক লিয়াকত আলীর পক্ষের রিভিশন মামলার আইনজীবি মাহমুদ সালাহ উদ্দীন। রোববার (১৩ ডিসেম্বর) সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করার পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন সুপ্রীম কোর্টের আইনজীবি মাহমুদ সালাহ উদ্দীন।
তিনি দাবি করেন, সিনহা হত্যা মামলা আইন সঙ্গত হয়নি। সে কারণে মামলাটি বাতিল চেয়ে আমরা রিভিশন আবেদন করেছি। রিভিশন আবদনের চূড়ান্ত শুনানীর সময় রয়েছে আজ রোববার দুপুরে। কিন্তু এর আগেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলো। মামলা যেহেতু অবৈধ, চূড়ান্ত প্রতিবেদনও অবৈধ।
তিনি বলেন, রিভিশন শুনানীতে আমরা মামলা বাতিলের আবেদন করবো। মামলা বাতিল হলে চূড়ান্ত প্রতিবেদনও বাতিল হয়ে যাবে। একই সাথে এ মামলার আসামীদের রিমান্ড ও ১৬৪ ধারা জবাবন্দিরও চ্যালেঞ্জ করবো।

আরো সংবাদ