সেই ৪০ হাজার ইয়াবা নিয়ে রহস্য! সন্দেহের তীর গোয়েন্দা পুলিশের দিকে - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০১ ২২:২৩:৩৫

সেই ৪০ হাজার ইয়াবা নিয়ে রহস্য! সন্দেহের তীর গোয়েন্দা পুলিশের দিকে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ফ্লাইওভার থেকে ৪০ হাজার পিস ইয়াবা ফেলার ঘটনার রহস্য যেন কাটছে না। ফ্লাইওভার থেকে ইয়াবা ফেলার একটি সিসিটিভির ফুটেজ প্রকাশ হওয়ার পর ডালপালা মেলতে শুরু করেছে এ ইয়াবার চালান রহস্যের। ওই ফুটেজ প্রকাশ হওয়ার পর আঙ্গুল উঠছে খোদ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের দিকে। এরপরই নড়েচড়ে বসেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) শীর্ষ কর্তারা। সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ফারুক উল ইসলাম বলেন, ‘ওই দিনের একটি ভিডিও ফুটেজ আমরা পর্যালোচনা করেছি। প্রাথমিক তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আশা করছি শিগগিরই এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’ তিনি বলেন, ‘ওই দিন হাতের নাগালে পেয়েও কেন কাভার্ড ভ্যান থেকে ইয়াবা নিক্ষেপকারী ব্যক্তিদের আটক করা হয়নি এ প্রশ্ন আমারও। বিষয়টা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে তদন্তে গোয়েন্দা দলের গাফিলতি কিংবা অনিয়মের কোনো সত্যতা পাওয়া গেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ ইয়াবা জব্দের ঘটনা তদন্ত করতে ওই এলাকার অসংখ্য সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। যার মধ্যে সিএমপির নিজস্ব উদ্যোগে সিসিটিভির ফুটেজও ছিল। ফ্লাইওভারের নিজে সিএমপির সিসিটিভির একটি দেখে ‘চক্ষু যেন চড়কগাছ’ হয়ে যায় সিএমপির শীর্ষ কর্তাদের। ওই ফুটেজে দেখা যায়, ঘটনার দিন রাতে একটি কাভার্ড ভ্যান ফ্লাইওভার অতিক্রম করছিল। ওই কাভার্ড ভ্যানের কয়েক ফুট দূরেই দাঁড়ানো ছিল একটি মাইক্রোবাস। এ সময় কাভার্ড ভ্যানের সামনের সিট থেকে কেউ একজন একটি ব্যাগ ফ্লাইওভারের নিচে ফেলে দেয়। পরে গোয়েন্দা পুলিশের ইউনিফর্ম পরা তিন ব্যক্তি কাভার্ড ভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। তারা ফ্লাইওভারের নিচে ইয়াবা ফেলা ব্যক্তির  সঙ্গে কথা বলে। এরপর উভয়ে ওই স্থান ত্যাগ করে। কাভার্ড ভ্যান থেকে ফেলা ওই ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

আরো সংবাদ