সেন্টমার্টিনে আটকা পড়েছে সাড়ে ৪’শ পর্যটক - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-১০-২২ ১১:৫৫:১৩

সেন্টমার্টিনে আটকা পড়েছে সাড়ে ৪’শ পর্যটক

নিজস্ব প্রতিবেদক :  বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে টানা বৃষ্টিপাত হচ্ছে। অপরদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে প্রায় সাড়ে ৪’শ পর্যটক।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২২ অক্টোবর সকাল থেকে কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আর সৃষ্টি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন কক্সবাজার ও সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকরা। বৃষ্টিপাতের কারণে সৈকতের ঘুরতে না পেরে অনেকে হোটেলের মধ্যে সময় পার করছেন। অন্যদিকে ৩ নম্বর স্থানীয় সংকেত থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। যার কারণে সেন্টমার্টিন বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় সাড়ে ৪’শ পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ রয়েছে। যার কারণে সেন্টমার্টিনে বেড়াতে এসে আটকা পড়েছে সাড়ে ৪ শতাধিক পর্যটক। বর্তমানে তাদের খোঁজ-খবর নেয়া হয়েছে। সবাই ভাল রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হলে আটকা পড়া পর্যটকদের ফেরত পাঠানো হবে।

আরো সংবাদ