সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির পক্ষ থেকে জরুরি ঘোষণা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৬-০২ ১১:১৩:৩১

সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির পক্ষ থেকে জরুরি ঘোষণা

জয়নুল আবেদীন সেন্টমার্টিন : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন সার্ভিস বোট মালিক সমিতির পক্ষ থেকে সচেতনমূলক ঘোষণা দেয়া হয়েছে। সেন্টমার্টিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির সকল লাইনম্যান মাঝি মাল্লা ও মালিক পক্ষ কে জানানো যাচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সরকার কর্তৃক কিছু দিনের জন্য লকডাউন খুলে দেয়ার ঘোষণা কে কেন্দ্র করে অবাধে যাত্রীদের আসা যাওয়া থেকে বিরত রাখার জন্য কিছু দিকনির্দেশনা প্রয়োজন :

[the_ad id=”36442″]

১.প্রতি এক টি ট্রলারের আগের নিয়ম
অনুসরণ করে যেখানে ৫০ জনের পরিবর্তে ২০ জন করে নিতে হবে ।
ভাড়া পূর্বের নির্ধারিত নিয়মাবলী থাকবে
কোন প্রকার অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না।
২. প্রত্যেক যাত্রী দুরত্ব বজায় রেখে বসতে হবে । কোন মতেই গাদাগাদি করে বসা যাবেনা।
৩. প্রত্যেক যাত্রী নিজ পরিচয় পত্র সংঘে রাখতে হবে , এবং আমাদের লাইনম্যান যাত্রীদের পরিচয় পত্র যাচাই করে স্থানীয় দ্বীপের বাসিন্দা সনাক্ত করে ডাঁটা কালেকশন নিশ্চিত করে টিকেট প্রধান করতে হবে ।
৪. কোন মতেই বহিরাগত যাত্রী ট্রলারের যাতায়াত করতে পারবে না ।
যদি লোভনীয় ফাঁদে পড়ে অসাধু ব্যবসায়ী চিন্তা ভাবনা করেই জরিমানাসহ কঠোর ভাবে আইনি ব্যবস্থা করা হবে।
৫. প্রত্যেক যাত্রীদের মুখে মাক্স থাকতে হবে। ট্রলারে ওঠানামা সময় জীবাণু নাশক স্প্রে ব্যবহার করতে হবে ।
৬. সকল যাত্রীগন যে কোন চেক পোস্টে
পরিচয় পত্র দেখানোরসহ অবৈধ মালামাল আনা নেয়া থেকে বিরত থাকতে হবে ।
৭. ঘাট থেকে উঠা নামার সময় হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে বিশ মিনিট
হাত পরিষ্কার করে নিতে হবে।
এবং অসুস্থ রোগী হলে বেশি যাত্রীদের মধ্যে আসা যাওয়া থেকে বিরত থাকতে হবে।
আসা করি সকলেই সাবধানতা অবলম্বন করে যাতায়াত করবেন।
আদেশ ক্রমেই সেন্টমার্টিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমবায় লি. কর্তৃপক্ষ।

[the_ad_placement id=”after-image”]

বি.দ্রঃ দ্বীপের মানুষকে বাঁচান,সামাজিক দুরত্ব বজায় রাখি, নিজেকে বাঁচাই,অন্যকে বাঁচানোর জন্য সহযোগিতা করি। এই নিয়মাবলী শুধু করোনা ভাইরাস সংক্রমণ সময়ের জন্য। এই তথ্য নিশ্চিত করেন সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম

আরো সংবাদ