সৈকতের কবিতা চত্বরে পেঠি মাস্তানদের আনাগোনা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-২৫ ১২:৩৮:০৪

সৈকতের কবিতা চত্বরে পেঠি মাস্তানদের আনাগোনা


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন পুরাতন ঝিনুক মার্কেট থেকে বিয়াম স্কুল পর্যন্ত ডায়াবেটিক হাসপাতাল সড়কটি পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়ার ফলে সাগর পাড়ের বিশাল জনপদের বাসিন্দারা এখন বড় সমস্যার মুখে পড়েছে। এখন সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে নিরাপত্তার বিষয়। যার কারনে নিরাপত্তা ব্যাহত হচ্ছে সৈকতের কবিতা চত্বর মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কবিতা চত্বর মোড়ে এখন নতুন নতুন পেঠি মাস্তান-সন্ত্রাসীর আনাগোনা বেড়ে গেছে। পড়ন্ত বিকাল থেকে ঝাউ বিথীর আড়ালে এসব সন্ত্রাসীর আনা গোনা লক্ষ্য করা যায়। মোটর বাইক নিয়েই শিকারের অপেক্ষায় থাকে ওই সন্ত্রাসীরা। অনেক নারী ভ্রমণকারীও এসব সন্ত্রাসীদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। কবিতা চত্বরে রয়েছে দীর্ঘদিন ধরে একটি ট্যুরিষ্ট পুলিশের বক্স। তবে সেখানে পুলিশের কোনো সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায় না। স্থানীয় লোকজনের দাবি, এলাকাটিতে দ্রুত পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হোক। এনিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আশরাফ জানিয়েছেন, কবিতা চত্বরে লাইটিংসহ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ