সৈকত সাংস্কৃতিক উৎসব ২৪ ও ২৫ জানুয়ারি - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০১-২২ ২০:৪৮:২০

সৈকত সাংস্কৃতিক উৎসব ২৪ ও ২৫ জানুয়ারি

নিউজ ডেস্ক:  ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ শ্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিন ব্যাপী সৈকত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

কক্সবাজার সৈকতের লাবণি পয়েন্টের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবে প্রতিদিন বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত সঙ্গীত, নৃত্য, বাউল সঙ্গীত, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, কৃৎকলা, ব্যান্ড সঙ্গীত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্ববৃহৎ প্রতিকৃতি প্রদর্শন করা হবে।[the_ad id=”36442″]

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে (২৪ জানুয়ারি) উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলার মানব্যর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সভাপতিত্ব করবেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এদিকে উৎসব সফল ও স্বার্থক কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ