স্বপ্নের রংপুর গড়তে চান সাদ এরশাদ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১০-১০ ২১:১৯:৪২

স্বপ্নের রংপুর গড়তে চান সাদ এরশাদ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদলে স্বপ্নের রংপুর গড়তে চান তারই ছেলে নব-নির্বাচিত সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি এ কথা জানান।

সাদ এরশাদ বলেন, রংপুরের মানুষ আমার প্রয়াত পিতাকে নিজেদের মতই ভালবাসেন। তার সঙ্গে রংপুরবাসী সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক। সেটা এই উপ-নির্বাচনে আমাকে লাঙলে ভোট দিয়ে বিজয়ী করার মধ্য দিয়ে আবারো প্রমাণ করেছেন। আমি ও আমার পরিবার রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞ। তাদের ঋধ শোধ করবার নই।

রংপুরবাসীর উদ্দেশ্যে এমপি সাদ এরশাদ বলেন, আমি সংসদ সদস্য হিসেবে নয়, আপনাদের সন্তান, ভাই বন্ধু হয়ে থাকতে চাই। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনাদের খেদমত করতে চাই। আমার পিতার মত আপনাদের খেদমতে নিজের জীবন উৎসর্গ করলাম। আমার পিতাকে যেভাবে আপনারা ভালবেসেছেন, আশা করি তার ছেলে হিসেবে আপনারা আমাকে সেভাবে ভালবাসবেন। সহযোগিতা করবেন। আমি সবাইকে সঙ্গে নিয়ে পিতার আদলে, তার আদর্শ অনুসরণ করে স্বপ্নের রংপুর গড়ে তুলতে চাই।

তিনি সংসদ সদস্য হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালনে রংপুরের সর্বস্তরের মানুষ, দলের নেতাকর্মী ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।[the_ad id=”36442″]

সাদ এরশাদ মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে তার প্রয়াত পিতা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার মা বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর আন্তরিক দোয়া কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে সাদকে শপথ পড়ান।

এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং সৈয়দা জাকিয়া নূর উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান। ৫ অক্টোবর এরশাদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জয়ী হন সাদ এরশাদ। গত ১৪ জুলাই বিরোধীদলীয় নেতা এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন হয়।[the_ad_placement id=”after-image”]

আরো সংবাদ