স্বাগতম ২০২০: শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে মানুষের ভিড় - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-৩১ ১৩:০০:৩১

স্বাগতম ২০২০: শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে মানুষের ভিড়

জসিম সিদ্দিকী:বিদায় ২০১৯ সু-স্বাগতম ২০২০। ২০১৯ সালের সকল দুঃখ-বেদনা ভুলে ৩১ ডিসেম্বর মধ্যরাতে জাতি নতুন আশা নিয়ে বরণ করছেন ২০২০ সালকে। এদিকে ২০১৯ সালের শেষ দিনের সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছে লাখো মানুষ। থার্টি-ফার্স্ট উদযাপনে আসা দেশি বিদেশী পর্যটকরা উপভোগ করেছেন ২০১৯ সালের শেষ সূর্যাস্ত। ৩১ ডিসেম্বর বিকেলে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সূর্যাস্তের সময় এ ভিড় দেখা গেছে।
রাত পোহালেই শুরু হবে নতুন বছরের পথ চলা। ৩৬৫ দিনের সফলতা-ব্যর্থতা পিছনে ফেলে সুন্দর আগামীর আহ্বানে ৩১ ডিসেম্বর রাতে পালন করা হয় থার্টি ফাস্ট নাইট বা বর্ষবরণ উৎসব। নতুন বছরে সবার প্রত্যাশা ২০১৯ যেমন সবাই মিলে-মিশে কাটিয়েছে সেভাবে কাটুক ২০২০ সালও।[the_ad id=”36442″]
সূর্যাস্ত দেখতে আসা মানুষের ভিড়ের কথা জানিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এসপি মো. জিল্লুর রহমান বলেন, সমুদ্রে আগত পর্যটকদের নিরাপত্তা বিধানে ট্যুরিস্ট পুলিশ নানা ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। রাতের বেলায় পুলিশ মোটর সাইকেল দিয়ে কলাতলী রোডে টহলরত থাকবে, এবং বীচে পর্যটক বেশে ঘোরাফেরার পাশাপাশি পোশাকধারী পুলিশও থাকবে।

আরো সংবাদ