হিমছড়িতে ফ্রান্স-বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-১১-২০ ২২:২৮:০০

হিমছড়িতে ফ্রান্স-বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত

এম ইসমাইল শাহ : রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় পবিত্র ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ ( সঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের বিরোধী ২০ নভেম্বর বাদে জুমা রামুর বৃহত্তর পেঁচার দ্বীপ হিমছড়িতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রামু উপজেলার পেঁচার দ্বীপ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে উক্ত এলাকা প্রদক্ষিণ শেষে হিমছড়ির জাদুঘর সংলগ্ন স্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, প্রবীন আলেম মাওলানা শামসুল আলম, হেফজখানার শিক্ষক হাফেজ মিজানুর রহমান ও সাংবাদিক মোহাম্মদ ইসমাইল শাহ।এ সময় বক্তারা তাদের বক্তব্যে ফ্রান্সের পন্য বয়কটের আহবান জানান। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ পরিচালনা করেন আয়োজক কমিটির সভাপতি ওমর ফারুখ।

আরো সংবাদ