হিমছড়ির পাহাড় ও ঝর্ণা ১০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-০৬ ১৮:৩০:১৭

হিমছড়ির পাহাড় ও ঝর্ণা ১০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি

দৈনিক সংবাদ: পর্যটন জেলা কক্সবাজার। সমুদ্র সৈকতের আরেকটি অন্যতম আকর্ষণ হলো হিমছড়ি। প্রতি বছর দেশি বিদেশি যত পর্যটক কক্সবাজারে যান তারা একবার হলেও হিমছড়ি ঘুরে আসেন। হিমছড়ির ওই পাহাড় ও ঝর্ণা দেখেই মুগ্ধ হন পর্যটকরা। তবে পর্যটকরা হিমছড়ি গিয়ে ৩০ টাকায় টিকিট কিনে ভেতরে ঢোকার পর হতাশ হয়ে পড়েন। হিমছড়ির উঁচু পাহাড়ে উঠতে গিয়ে পর্যটকরা আগ্রহ হারিয়ে ফেলেন। সেই পুরনো নড়বড়ে সিড়ি বেয়ে যে একবার পাহাড়ের চুড়ায় উঠলে আর জীবনে পাহাড়ে উঠতে চাইবেন না। পাহাড়ের পুরনো সিড়িটি মেরামত করা হচ্ছে না। গত ১০ বছরের হিমছড়ির ওই পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ রয়েছে। বসে বসে টোল আদায়ের আদলে টাকা আদায় করা ছাড়া তাদের কোন কাজ নেই। পর্যটকদের আকর্ষণ সৃষ্টি করার জন্য কিছুই করা হচ্ছে না। উল্টো পাহাড়ে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অনেকেই কাহিল হয়ে পড়েন।[the_ad id=”36442″]

পর্যটকদের মতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি পাহাড়ের দর্শনীয় স্থান হিসেবে আলাদা গুরুত্ব রয়েছে। তাই প্রতিদিন শত শত পর্যটক কক্সবাজার শহর সৈকত এলাকা থেকে হিমছড়িতে ঘুরতে যান। কিন্তু সেখানে সেই পুরনো সিঁড়িটি দিয়ে বয়স্ক ও শিশুদের পাহাড়ে ওঠা প্রচ- ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। ওঠার পর পাহাড়ে বসা বা বিশ্রামের তেমন কোন ব্যবস্থা নেই। দুই থেকে তিনজন ছোট ছোট দোকানদার ডাব ও আচার বিক্রিসহ ছোটখাট কিছু বিক্রি করা ছাড়া তেমন কিছুই নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড় থেকে সমুদ্র দেখে বা মোবাইল ফোন ক্যামরায় ছবি তোলার পর আবার নিচে নেমে যায়। নামতে গিয়ে সিড়িটি ঝুঁকির কারণে আতঙ্কে থাকেন।[the_ad_placement id=”after-image”]

কয়েকজন পর্যটক বলেন, পাহাড়ে উঠার মতো আধুনিক চলমান সিড়ি ও ওপরে অভিজাত রেস্টুরেন্ট করা হলে পর্যটকদের আকর্ষণ অনেক বাড়ত। এছাড়া পাহাড়ের ওপরে আবাসন বা কটেজ বানালে সেখানে নিয়মিত ভাড়া দেয়া সম্ভব হবে। এতে যেমন পর্যটকদের মধ্যে আকর্ষণ বাড়বে তেমনি রাজস্ব আসবে।

অপর দিকে বিদেশি পর্যটকদের কাছে হিমছড়ি জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হবে। আর পাহাড়ে দীর্ঘ পরিকল্পনা করে সৈকতমুখী ঝুলন্ত ব্রিজ ও বসার ব্যবস্থা করলে তাও দেশের জন্য সুনাম বয়ে আনবে।

এছাড়া পাহাড় থেকে যে স্থানে ঝর্ণার পানি পড়ে সেখান থেকে নোংরা অবর্ধনা পাশ্বে পাহাড় যেন ধসে পড়বে গায়ের ওপর এমন আশঙ্কাও রয়েছে। ঝর্ণা দেখতে যাওয়ার পথটি কেটে কোন মতে হাটার রাস্তা করা হয়েছে। অথচ ঝর্ণাটির যেখানে পানি পড়ে সেই স্থান মাঝে মধ্যে পরিস্কার করলে তা সুন্দর থাকত। কিন্তু কিছুই করা হচ্ছে না। হিমছড়িতে পর্যটকরা কিছু কেনাকাটা করতে গেলে বার্মিজ বলে প্রচার করা হয়। মাঝে মধ্যে রাঙ্গামাটিসহ অন্যসব উপজাতীয় কিছু কেনাকাটা করা যায়। আর বার্মিজ আচার ছাড়া উন্নত মানের কিছু পাওয়া যায় না। অথচ হিমছড়িতে বড় ধরনের একটি মার্কেট করা সম্ভভ। সেখানে পর্যটকরা দেশি বিদেশি উন্নত পণ্য কেনাকাটার ব্যবস্থা থাকলে অনেকেই কিনত। কিন্তু মরু উদ্ধানের মতো বছরের পর বছর একই পণ্য দিয়ে হিমছড়ির পর্যটন স্পট চলছে।[the_ad_placement id=”new”]

পর্যটকদের মতে, অনেকেই থাইল্যান্ড, সিঙ্গাপুর ভারত ও মালয়েশিয়া বেড়াতে যান। এসে ব্যাপক সুনাম করেন। কিন্তু মধ্যভিত্ত পর্যটকদের মতে, হিমছড়িসহ আশপাশের যে সব জায়গা এখনও অবহেলিত আছে তা উন্নয়ত করলে থাইল্যান্ড যেতে হবে না। বরং বিদেশিরা বাংলাদেশে কক্সবাজার দেখতে ছুটে আসবে। এতে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার হবে আন্তর্জাতিক মানের পর্যটন স্পট।

আরো সংবাদ