হোটেল পিংক-শোর থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-২৯ ০৯:৩৩:২৫

হোটেল পিংক-শোর থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের কলাতলীতে পিংক-শোর হোটেল থেকে আগ্নেয়াস্ত্র, কিরিচ ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের এসআই তৈয়মুরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার হওয়া মাদক ও আগ্নেয়াস্ত্রের সঙ্গে সম্পৃক্ত সন্দেহজনক তিনজনকে পুলিশ আটক করে। তবে পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।[the_ad_placement id=”after-image”]

এসআই তৈয়মুর জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর থানা থেকে দেয়া ম্যাসেজে কলাতলীর সুগন্ধা পয়েন্টের দক্ষিণ পাশের পিংক-শোর নামক হোটেল অফিস কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি কাটা বন্দুক, দুটি কিরিচ ও ২০০ ইয়াবা জব্দ করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হোটেল পরিচালনায় থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরে সম্পৃক্ততা না পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়।[the_ad id=”36489″]

কক্সবাজার সদর থানা ওসি শাহজাহান কবির জানান, মালিকানার বিরোধ থাকায় হোটেলটির জমির মালিক নাছির উদ্দীন মহসীন প্রতিপক্ষকে ফাঁসাতে এসব অস্ত্র ও মাদক কৌশলে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে।

তবে হোটেল মালিক নাসির উদ্দীন মহসীন বলেন, শনিবার রাতে হোটেল থেকে অস্ত্র ও ইয়াবা পাওয়ার খবর পেয়ে অভিযানের প্রায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে আামি আসি। আমার বা আমার স্বজনদের অবাধ যাতায়াত যেখানে নেই, সেখানে তাদের সিকিউরিটির ভেতর আমরা কি করে এসব অস্ত্র ও ইয়াবা রেখে আসব এমন প্রশ্ন তিনি করেন।

আরো সংবাদ