৩০৩ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করল প্রধানমন্ত্রী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০১-২৩ ১৭:৫৩:০১

৩০৩ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করল প্রধানমন্ত্রী

১ম দফায় ৩০৩ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করল প্রধানমন্ত্রী ১ম দফায় ৩০৩ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করল প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলায় প্রথম দফায় ৩০৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঘর পেয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলা এডভোকেট শাহাবুদ্দিন মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে জেলার ৮৬৫ পরিবার এসব নতুন ঘর পাবেন। সারাদেশে মুজিববর্ষের উপহার হিসেবে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণের কার্যক্রমের অংশ হিসাবে এসব ভূমিহীন পরিবার ঘর পেয়েছেন।

কক্সবাজার প্রান্তে সদর উপজেলা প্রশাসন আয়োজিত নতুন ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ। এতে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি বক্তব্য রাখেন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ১৮০টি বরাদ্দের বিপরীতে ৮০টি, পেকুয়া উপজেলায় ৪৫টি বরাদ্দের বিপরীতে ১৪টি, রামু উপজেলায় ১৭৫টি বরাদ্দের বিপরীতে ৬০টি, মহেশখালী উপজেলায় ২০টি বরাদ্দের বিপরীতে ২০টি, উখিয়া উপজেলায় ১০০টি বরাদ্দের বিপরীতে ৩৫টি, টেকনাফ উপজেলায় ২২৯টি বরাদ্দের বিপরীতে ৬০টি এবং কুতুবদিয়া উপজেলায় ২০টি বরাদ্দের বিপরীতে ১৪টি ঘরের চাবি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।

আরো সংবাদ