১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার: মেনন - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০১৯-১২-২৮ ১৮:৪৫:২৮

১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘আমি হিসাব দিচ্ছি গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আর এসব সম্পদ নতুন ২২ পরিবারের হাতে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।[the_ad id=”36442″]

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে, তার নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষ। কিন্তু বিশ্ব ব্যাংকের হিসাবে ২০১৫ সালে বিদেশি বাণিজ্যের নামে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আর আমি হিসাব দিচ্ছি গত ১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’

মেনন বলেন, ‘আমাদের স্বাধীনতার ঘোষণা ছিলো সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যদা, সমতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। আমারা ঘোষণা করেছি মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে ন্যায়ভিত্তিক সমতা। সেই লড়াই শুরু হয়েছে এবং তাতে আমরাই বিজয়ী হবো।’
[the_ad_placement id=”content”]
পার্টির যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকীকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরো সদস্য সুশান্ত দাস, মোস্তফা লুৎফুল্লাহ, নূর আহমেদ বকুল প্রমুখ।

আরো সংবাদ