২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০২৫ জন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৮-৩০ ২১:৩৪:০৯

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০২৫ জন

কক্সবাজার কন্ঠ: বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী আগে বৃহস্পতিবার ১ হাজার ১৮৯, বুধবার ১ হাজার ১৫৭ জন, মঙ্গলবার ১ হাজার ২৯৯, সোমবার ১ হাজার ২৫১, রবিবার ১   হাজার ২৯৯ ও শনিবার ১ হাজার ১৭৯ জন নতুন হাসপাতালে ভর্তি হয়েছিল। সরকারি হিসেবে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬৯,৪৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৪,৫৫৮ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। এখন হাসপাতালগুলোতে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ২ হাজার ৬১০ জন ভর্তি।

 

আরো সংবাদ