২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯০২ ডেঙ্গু রোগী - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০১ ২২:২৫:৫০

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯০২ ডেঙ্গু রোগী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০২ জন। এরমধ্যে ঢাকায় ৪০৫ জন এবং বিভাগে ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য বলছে, আগস্ট মাসের ১ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে৫২ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অথচ ২০১৮ সালে মোট ডেঙ্গু রোগী ছিল ১০ হাজার।

এ বছর জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে মাসে ১৯৩, জুনে ১ হাজার ৮৮৪, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ এবং আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরো সংবাদ