২৫ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার হানা - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-০৬-১৬ ১৫:১৬:৪০

২৫ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার হানা

নিউজ ডেস্ক :  করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার ২৫ দিন পর আবারও করোনায় আক্রান্ত হয়েছে নিউজিল্যান্ড। দেশটিতে দুজনের দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। দুজনই বিদেশফেরত।

করোনা শনাক্ত হওয়া দুজন সম্প্রতি যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ড গেছেন বলে মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, নিউজিল্যান্ড টানা ২৫ দিন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। তবে বিদেশফেরত আরও অনেকে এ ভাইরাসে আক্রান্ত থাকতে পারেন। তাদের অবশ্যই দুই সপ্তাহের জন্য সরকার পরিচালিত কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দেশটিতে আক্রান্তদের মধ্যে সর্বশেষ রোগী গত ৮ জুন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তিনিই ছিলেন দেশটির সর্বশেষ করোনা আক্রান্ত রোগী। এর আগে ৭ জুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যতীত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সূত্র সময় সংবাদ

আরো সংবাদ