৭০ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-৩০ ১১:৪৯:২৭

৭০ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক:  সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা  না দেয়ায় নতুন তারিখ ফের পি‌ছি‌য়ে‌ছে।

সোমবার (৩০ ডি‌সেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম। এ নিয়ে ৭০বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন।

[the_ad id=”36489″]

এ কারণে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট দেবব্রত বিশ্বাস ১০ ফেব্রুয়া‌রি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।  সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ন‌ভেম্বর এ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ ক‌রে‌ছেন হাইকোর্ট। মামলার তদন্ত কর্মকর্তা ‍র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম ওইদিন উচ্চ আদালত‌কে জানান, তদন্তে কোনো ক্লু (সূত্র) পাওয়া যায়নি। চারটি ডিএনএ প্রতিবেদনের মধ্যে দু’টি মিলেছে। এ দু’টিতে আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে সেগুলো ফের যুক্তরাষ্ট্রে এফবিআইর ল্যাবে পাঠানো হয়েছে।[the_ad_placement id=”after-image”]

প্রসঙ্গত ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ