নোঙরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও আইনি সহায়তা সভা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১১-১৪ ১৪:৪৫:৪৯

নোঙরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও আইনি সহায়তা সভা

বলরাম দাশ অনুপম: নোঙর-এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও আইন সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস প্রোগ্রামের অধীনে মানব পাচার প্রতিরোধের লক্ষ্য ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারীগরি সহায়তায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা নোঙর কর্তৃক বাস্তবায়িত বিসি-টিআইপি আইনগত সহায়তা প্রকল্পের ধারাবাহিক কর্মসূচীর আলোকে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মেম্বারদের মধ্যে, মনিরুল আলম, আনোয়ারা বেগম, শফিউল আলম, আবুল কালাম ও শিক্ষক প্রতিনিধি শামসুল আলম ভুলু, সিটিসি মেম্বার শাহজাহান এবং এনজিও প্রতিনিধি মো: হোসাইন সিকদার বক্তব্য রাখেন। সভার শুরুতে নোঙর বিসি/টিআইপি প্রকল্পের সহকারী সমন্বয়ক সোহেল উদ্দিন, কক্সবাজার জেলার মানব পাচারের বর্তমান চিত্র ও বিদ্যমান মামলার অবস্থা বিস্তারিত তুলে ধরেন এবং মানব পাচার সংশি¬ষ্ট মামলার গতিশীলতা আনয়নে সবার সহযোগিতা কামনা করেন, এসময় তিনি বাল্য বিবাহ প্রতিরোধের উপরেও সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
[the_ad_placement id=”new”] বক্তারা এই প্রথম মানব পাচার প্রতিরোধের লক্ষে আইনগত সহায়তা নিয়ে এগিয়ে আসায় কক্সবাজারের সংস্থা নোঙরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি, যার যার অবস্থান থেকে সম্ভব সব ধরনের সহযগিতা প্রদানেরো আশ্বাস দেন। সভায় মেম্বার, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সিটিসি মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে, চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, মানবপাচারের মত ঘৃন্য কাজে যে বা যারাই জড়িত থাকুক না কেন, সবার উচিত তাদের বিরুদ্বে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সঠিক সময়ে সঠিক কাজটি বাস্তবায়নে নোঙর সর্বদা সচেষ্ট রয়েছে উল্লেখ করে তিনি, মানবপাচারের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে আইনগত সহায়তা নিয়ে এগিয়ে আসার মত সময়োপযোগী, অত্যাদিক গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করায়, নোঙর, উইনরক ও ইউএসএআইডি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ