‘২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ’ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৬-০৬-১২ ১০:০৬:১১

‘২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ’

 
‘২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ০৫ শতাংশ। রবিবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী বিগত ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।
তিনি বলেন, বিবিএসর সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় এক হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা গত ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় আয় এক হাজার ৩১৬ মার্কিন ডলার থেকে ১১ দশমিক ৪ শতাংশ বেশি।-বাসস।

আরো সংবাদ