উন্নয়নে পাশে থাকার ঘোষণা জাইকার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৬-০৭-০৬ ২৩:০৭:৫৭

উন্নয়নে পাশে থাকার ঘোষণা জাইকার

 

ডেস্ক প্রতিবেদন: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় সাত জাপানি নিহত এবং একজন আহত হওয়া সত্ত্বেও বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার ঘোষণা দিয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিনিচি কিতাওকা বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে অবদান অব্যাহত রাখার বিষয়েও আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।’
জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা এ ঘটনায় শোক প্রকাশ করে উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে অপর এক সন্ত্রাসী হামলায় বাংলাদেশের উত্তরাঞ্চলে এক জাপানি নাগরিকের মৃত্যুর ঘটনায় জাইকা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও জাইকা কর্মীদের হতাহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন জাইকা প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘হতাহত জাপানি নাগরিকরা শুধু বাংলাদেশে জরিপ করতেই আসেননি, তারা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নেও অবদান রেখেছিলেন।’

হলি আর্টিজান বেকারিতে সাত জাপানি নাগরিক নিহতদের উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা আটজনেই জাইকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য জরিপ কাজে নিযুক্ত ছিলেন।

জাইকা সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি যেসব স্থানে তাদের প্রকল্প চলছে, সেখানে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ