বাল্য বিয়েকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৬-০৮-০৫ ১৯:৩৯:৫০

বাল্য বিয়েকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ

 

অপন বড়ুয়া: ramu-pic-05.2রামু উপজেলায় প্রেমিকার অভিযোগে কমিউনিটি সেন্টারে বাল্য বিবাহে বাধা দেয়ায় পুলিশ বর পক্ষের লোকজনের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনায় জন পুলিশ সদস্য আহত হয়েছে ৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোয়ারিয়ানালা ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে ঘটনা সংঘটিত হয় সংঘর্ষ চলাকালে উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করলে বর আবুল কালাম (২৬) সহ বর পক্ষের লোকজন পালিয়ে যায়। তবে বাল্য বিয়ে পন্ড করে কনে পক্ষকে অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন

স্থানীয় লোকজন জানান, কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের দক্ষিণ টেকপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবুল কালাম আজাদের সাথে দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে বিয়ে হচ্ছিল। বিয়ে চলাকালে অভিযোগের প্রেক্ষিতে রামু থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব পুলিশ ফোর্সসহ কমিউনিটি সেন্টারে অভিযান চালায়

এসময় বরপক্ষের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ ফাকা গুলি বর্ষণ করে। ঘন্টাব্যাপী পুলিশজনতা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়পরে উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিমা কাজী রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেরামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বাল্য বিয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে গেলে বরপক্ষের লোকজন বিনা অজুহাতে পুলিশের উপর হামলা চালায়। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছেরামু উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিমা কাজী জানান, বাল্য বিবাহ দন্ডনীয় অপরাধ। বাল্য বিয়ের অপরাধে কনে পক্ষকে অর্থদন্ড দেয়া হয়েছে

আরো সংবাদ