ঢামেকের প্রথম নারী সার্জন জেসমিন নাহার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০১-০৭ ১১:১৫:১৩

ঢামেকের প্রথম নারী সার্জন জেসমিন নাহার

নিউজ ডেস্ক: dmc-rs-220170105134101কোনো নারী চিকিৎসকের নাম শুনলেই সাধারণত লোকে তাকে গাইনি কিংবা শিশুর ডাক্তার বলেই মনে করেন। আধুনিক যুগে চিকিৎসা ক্ষেত্রে বিশেষায়িত নতুন নতুন বিভাগ যুক্ত হলেও এখন প্রায় সিংহভাগ চিকিৎসকই গাইনি ও শিশু বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠায় আগ্রহী হন।  কিন্তু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে আবাসিক চিকিৎসক (আরএস) হিসেবে দায়িত্ব পালন করছেন জেসমিন নাহার নামে এক নারী সার্জন। গত  ৯ মাসেরও বেশি সময় ধরে তিনি সততা-নিষ্ঠার সঙ্গে আরএসের গুরুদায়িত্ব পালন করে চলেছেন। গুলশানে জঙ্গী হামলা ও গাজিপুরের ট্রামকো গার্মেন্টসের মত বড় ঘটনায় আহতদের পাশাপাশি প্রতিদিন জরুরি বিভাগে আসা গুলি, বোমা, ছুরিকাহতসহ শত শত রোগীর অস্ত্রপচারসহ সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।  অনুসন্ধানে জানা গেছে ১৯৮৪ সালে ক্যাজুয়েলটি বিভাগ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৩ জন আরএস ক্যাজুয়েলটি বিভাগে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২১ মার্চ জেসমিন নাহার যোগদানের আগে ২২ জনই ছিলেন পুরুষ চিকিৎসক। সার্জারিতে এফসিপিএস ও এমসিপিএস ডিগ্রীধারি এই চিকিৎসক জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, তার এক চাচা ছিলেন ডাক্তার। তাকে মোটা মোটা বই পড়তে দেখে ছোটবেলা থেকে নিজেও ডাক্তার এবং বিশেষজ্ঞ সার্জন হওয়ার স্বপ্ন দেখতেন। গাইনি কিংবা শিশু বিশেষজ্ঞ না হয়ে কেন সার্জারি বিশেষজ্ঞ হলেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটবেলায় সিনেমা নাটকে ডাক্তার মুমূর্ষু রোগীদের অস্ত্রপচার করে সুস্থ করে তুলছেন এ দৃশ্যে দেখে মনে মনে বড় হয়ে ভাল সার্জন হবার স্বপ্নের জাল বুনতেন। ভবিষ্যতে সার্জারি বিশেষজ্ঞ ছাড়া ভিন্ন কোন বিষয়ে বিশেষজ্ঞ হবেন এমন বিকল্প কোন চিন্তা কখনওই করেননি। নিজ লক্ষ্যে স্থির থেকে স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন তিনি। কুষ্টিয়া সদরের বাসিন্দা মো. আবুল কাশেমের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জেসমিন নাহার সবার ছোট। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন কুষ্টিয়াতে। রাজশাহী মেডিকেল কলেজের ৪০তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ২০০৪ সালে এমবিবিএস ও ২০০৫ সালে ইন্টার্নি শেষ করেন। ২০১২ সালে ৩০তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। পরে সার্জারিতে তিন বছরের ট্রেনিং ও এক বছরের কোর্স করে এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষায় উত্তীর্ণ হন।  একজন মহিলা সার্জন হয়ে আবাসিক চিকিৎসকের দায়িত্ব পালনে কোন ধরনের বাড়তি চাপ অনুভব করেন কিনা জানতে চাইলে জেসমিন নাহার বলেন, হাসপাতাল পরিচালকসহ সিনিয়র চিকিৎসকের দিক  নির্দেশনা ও পরামর্শ মেনে তিনি আরএসের দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অধীনে ১৫ জন ইর্মাজেন্সি মেডিকেল অফিসারসহ অন্যান্য যারা কাজ করছেন তারাও তাকে দায়িত্ব পালনে সহায়তা করছেন বলে জানান। জেসমিন নাহারের স্বামী মাহবুবুর রহমান মাসুমও একই হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইউনিটের ডাক্তার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জেসমিন নাহার বলেন, গত ৯ মাসে দায়িত্ব পালনকালে তেমন বড় কোন সমস্যা হয়নি, তবে আরএসের দায়িত্ব  পাওয়ায় গত বছর দুই ঈদের একটিতেও বাড়ি যেতে পারেননি।এই বিষয়টি তাকে মাঝে মাঝেই পীড়া দেয়।

আরো সংবাদ