ভারতের কাছে হারল বাংলাদেশি মেয়েরা - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০২-১৭ ১৫:০০:০২

ভারতের কাছে হারল বাংলাদেশি মেয়েরা

অনলাইন ডেস্ক: ভারতের বিপক্ষে জিতলেই আজ বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হতো বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা! কলম্বোর এনসিসি মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে শেষ পর্যন্ত ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১৪ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের রান তোলার গতি ধীর হয়ে যায়। তৃতীয় উইকেটে ফারজানা হক-শারমিন আক্তার ৬২ রানের জুটি গড়েছেন ঠিকই, কিন্তু এই রান তারা তুলেছেন ১৪০ বল খেলে। টুর্নামেন্টে তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন ফারজানা হক। হয়তো উইকেট বাঁচিয়ে শেষ দিকে চালিয়ে খেলার পরিকল্পনা ছিল। ৪০ ওভারে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৯৭, রান রেট ২.৪২। শেষ ১০ ওভারে ৫৮ রান তুলে কোনোভাবে রান রেট তিনের ওপর নিতে পেরেছেন রুমানারা। ৮ উইকেটে তাঁদের স্কোর দাঁড়ায় ১৫৫। রান তুলতে বাংলাদেশের মেয়েদের যেখানে ঘাম ছুটে গেছে, ভারত সেটি করেছে অনায়াসে। দলীয় ২২ রানে খাদিজাতুল কোবরা আউট করেন দীপ্তি শর্মাকে। কিন্তু অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট মনা মেশ্রাম-মিতালির ১৩৬ রানের জুটি ভারতকে জিতিয়ে দেয় ৯ উইকেটে। মেশ্রাম অপরাজিত থাকেন ৭৮ রানে, মিতালি ৭৩ রানে।

আরো সংবাদ