চট্টগ্রামে তিন লাখ মানুষ পানিবন্দী, দুর্ভোগ চরমে - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৬-০৩ ১২:৩২:০৭

চট্টগ্রামে তিন লাখ মানুষ পানিবন্দী, দুর্ভোগ চরমে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও হালিশহর এলাকার প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নর্দমার দূষিত পানি, ডাস্টবিনের আবর্জনা, মশার উৎপাত, বিদ্যুতের যাওয়া-আসা সবমিলে চরম দুর্দশায় দিন কাটছে পানিবন্দী এসব মানুষের। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা বর্ষণে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, মধ্যম ও উত্তর মধ্যম হালিশহরের একাংশ, গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বেপারিপাড়া, হাজিপাড়া, কুসুমবাগ আবাসিক, বন্দর কলোনি ও ছোটপুল এলাকাসহ আশপাশের এলাকাগুলো পানিতে সয়লাব চার দিন ধরে। এসব এলাকায় জমে থাকা হাঁটু পানিতে নষ্ট হয়ে গেছে বাসিন্দাদের আসবাবপত্র, কাপড়, টিভি-ফ্রিজসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। বৃষ্টি থামলেও পানিবন্দী অবস্থার কারণে হুমকির মুখে পড়েছে এসব এলাকার জনজীবন। পানিবন্দী স্থানীয়রা জানান, মহেশখালের বাঁধের কারণে প্রায় সময় বর্ষার পানি জমে থাকলেও এবারের মতো তা এতো দীর্ঘস্থায়ী ছিল না। পানিবন্দী অবস্থার অন্যতম কারণ আবর্জনায় মহেশখাল ভরাট, অপর্যাপ্ত পানি নিষ্কাষণ ব্যবস্থা, জনসচেতনতার অভাব এবং অপরিকল্পিত নগরায়ণকেই মনে করছেন এলাকাবাসী। সরেজমিনে আগ্রাবাদ সিডিএ এলাকা পরিদর্শনে দেখা যায়, প্রধান সড়ক ও আশপাশের এলাকা পানি আর নর্দমার আবর্জনায় একাকার। এক নম্বর রোড থেকে গোটা সিডিএ আবাসিক এলাকা হাঁটু পানিতে থইথই করছে। মসজিদ, ফ্ল্যাট, কলোনি আর অফিসের চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। গত চার দিন ধরেই আগ্রাবাদ সিডিএ এলাকার এই দশা। আগ্রাবাদ এক্সেস রোডের দিকেও পানি। বেপারীপাড়ায় আগে মাঝে মাঝে জোয়ার-ভাটার সঙ্গে পানি আসতো আর নেমে যেতো। কিন্তু এখন সারাক্ষণ পানিবন্দী লোকজন। অন্যদিকে, গোটা মহেশখাল এখন আবর্জনা আর কচুরিপানায় ভরপুর। পর্যাপ্ত পানি আসা-যাওয়ার ব্যবস্থা নেই বললেই চলে। যে কারণে এমন পানিবন্দী দশা গোটা আগ্রাবাদ ও আশপাশের এলাকাজুড়ে।

আরো সংবাদ