রাঙামাটি বান্দরবান চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ২৯ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৬-১৩ ০৮:০১:১১

রাঙামাটি বান্দরবান চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ২৯

নিউজ ডেস্ক: রাঙামাটি বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ২৫ জন নিহত হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে ১৪ জন, বান্দরবানে সাতজন ও চট্টগ্রামে আটজন নিহত হয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে কয়েকজন। সাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের ফলে সোমবার গভীর রাতে এসব ঘটনা ঘটে। স্থানীয় সংবাদদাতারা জানান, রাঙামাটি সদর উপজেলায় ১০ জন ও বান্দরবানের লেমুজুরি এলাকায় সাতজন ও চট্টগ্রামের রাঙুনিয়া ও ধোপাছড়ি এলাকায় আটজন নিহত হয়েছেন। রাঙামাটি সংবাদদাতা জানান, জেলা শহরে ও অন্যান্য এলাকায় পাহাড় ধসে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  রাঙামাটির জেলা সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার জানিয়েছেন, সদর উপজেলার ভেদভেদি ও রিজার্ভবাজার এলাকায় ১০ জন মারা গেছেন। তিনি জানান, ১০ জনকে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একতজন ছাড়া সকলেরই নাম জানা গেছে। তারা হলেন-রুমা আক্তার (২৫), তার শিশু সন্তান নুরি আক্তার (৩), হাজেরা বেগম ৩৩, সোনালি চাকমা, তার ছেলে অমিয় চাকমা (৩৩), মিন্টু ত্রিপুরা, লিটন মল্লিক, তার স্ত্রী চুমকি মল্লিক ও ছেলে আয়ুশ। কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নুর জানিয়েছেন, কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বিস্তারিত জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগদীশ চাকমা জানান, ওই ইউনিয়নে পাহাড় ধসে মৃত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে রাঙামাটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শহরের বিভিন্ন স্থানে পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। অপরদিকে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, বান্দরবানের লেমুজুরি এলাকায় একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছে। বান্দরবানে নিহতরা হলেন- তিন ভাইবোন সেতু বড়ুয়া (১০), হৃদয় বড়ুয়া (৭) ও লতা বড়ুয়া (২), এবং মোকা খিয়াং (৫৫), তার নাতী মামরা উখিয়া (১৩), কিওসা খিয়াং (৯) ও রেবা ত্রিপুরা (২২)। অপরদিকে চট্টগ্রামে পাহাড় ধসে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন জেলা সংবাদদাতা। আনোয়ারা সার্কেল এএসপি মফিজ উদ্দিন জানান, ধোপাছড়ি এলাকায় এক পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। pasm20170613134836রাঙুনিয়ায় আরো চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন।তাদের নামপরিচয় জানাতে পারেননি তিনি। সাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার সারাদেশে দিনভর বৃষ্টি হয়। এতে চট্টগ্রাম নগরী ডুবে যায়। রাজধানীতে অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়।

আরো সংবাদ