ঝাউতলায় অকেজো পৌরসভার বিদ্যুৎ খুঁটির বাতিগুলো মেরামত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৭-২৫ ১৪:০১:৫৫

ঝাউতলায় অকেজো পৌরসভার বিদ্যুৎ খুঁটির বাতিগুলো মেরামত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের ঝাউতলায় পৌরসভার বিদ্যুৎ খুঁটির বাতি অন্ধকার চোর ছিনতাইকারীদের দৌরাত্ম বৃদ্ধি শিরোনামে ২৩ জুলাই দৈনিক ইনানীতে প্রকাশিত সংবাদে টনক নড়েছে পৌর কর্তৃপক্ষের। ২৪ জুলাই বৃষ্টির কোনো এক ফাঁকে কক্সবাজার পৌরসভার নিয়োজিত কর্মচারিরা ওই খুঁিটর অকেজো বাতিগুলো মেরামত করেছে। যার কারনে শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা ঝাউতলা আবারো আলোই আলোকিত হয়েছে। অন্যদিকে চোর ছিনতাইকারীদের মাঝে আতংক বিরাজ শুরু হয়েছে। স্থানীয় কিছু ভাড়াটিয়া এই প্রতিবেদককে জানিয়েছে, শহরের ঝাউতলায় ছিনতাই ও চুরির হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষও। রাত যতই গভীর হয় চোর ও ছিনতাইকারীদের আনাগোনা ওই এলাকায় বৃদ্ধি পায়। ওই সময় দেখা মিলে না জানমাল রক্ষাকারি বাহিনী পুলিশের। এদিকে বিদ্যুৎ খুঁটির বাতিগুলো দ্রুত মেরামত করে দেয়ার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামসহ কক্সবাজার পৌর প্রশাসনের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসি। অন্যদিকে জেলার গণ-পাঠক নন্দিত পত্রিকা দৈনিক ইনানী যে তৃণমুল পর্যায়ের খবর তুলে ধরে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছে তার জন্য দৈনিক ইনানী পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয়রা।
সুত্র প্রকাশ, শহরের ঝাউতলা জামে মসজিদের পশ্চিম পাশে^ একাধিক টমটম ও রিকসার গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজগুলোতে রাতে অবস্থান করে অর্ধশতাধিক ভ্রাম্যমান চোর ছিনতাইকারি। কেউ তাদের পরিচয় জানতে চাইলে তারা টমটম বা রিকসার চালক পরিচয়ে পার পেয়ে যাচ্ছে। এদিকে ওই ভ্রাম্যমান চোর ও ছিনতাইকারিরা দিনদিন বেপরোয়া হয়ে টানা বৃষ্টিতে চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা করে আসছে। তারা প্রতিনিয়ত রাস্তা-ঘাট থেকে শুরু করে বাসা বাড়ি পর্যন্ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে দাবী ভুক্তভোগিদের। অথচ ওই এলাকায় জেলার কিছু বরণ্য ব্যক্তিবর্গের বাসস্থানও রয়েছে। ইতোমধ্যে ওই এলাকার একাধিক বাসা-বাড়িতে চোর-ছিনতাইকারিরা হানা দিয়ে ল্যাপটপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করেছে। যার দায়ভার কেউ নিচ্ছে না। স্থানীয়দের দাবী, ওই গ্যারেজগুলোতে আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার থাকলে হয়তো চুরি ছিনতাইয়ের মত আক্রান্ত ঘটনা অনেকটাই কমে যেতো। এনিয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি’র টিএসআই জাহাঙ্গীর আলম বলেন, শহরের অলিগলিতে পুলিশ ফাঁড়ির টহল নিয়মিত জোরদার রয়েছে। অনেক সময় নানা কারনে টহল দেয়া সম্ভব হয় না। তারপরও পুলিশ অপরাধিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

আরো সংবাদ