বেদখলে যাচ্ছে বনবিভাগের শত কোটি টাকার জায়গা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৭-৩১ ১৭:৪৮:৩৫

বেদখলে যাচ্ছে বনবিভাগের শত কোটি টাকার জায়গা

জসিম উদ্দিন সিদ্দিকী: IMG_0776কক্সবাজারের ঐতিহ্যবাহী কলাতলী টিএন্ডটি পাহাড়ের পশ্চিম পাশের্^ বনবিভাগের শত কোটি টাকার পাহাড়ি জায়গা দখলে নিয়েছে ভ্রাম্যমান দখলবাজরা। প্রতিযোগিতামুলক দখলবাজি বন্ধ না করায় দখলবাজ চক্র ফের বেপরোয়া হয়ে বনবিভাগের মালিকাধীন সৈকত নান্দনিক ও বহু বছরের ঐতিহ্য পাহাড়ি গাছগুলো কেটে লুটপাট চালিয়ে বসতি স্থাপন করে যাচ্ছে। সম্প্রতি ওই জায়গাতে দখলবাজ চক্র বসতবাড়ি নির্মাণসহ কলোনি সৃষ্টি করে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে মাসিক টাকা। বর্তমানে দখলবাজ চক্র বৃদ্ধি হয়ে অবশিষ্ট পাহাড় কেটেও সাবাড় করে দিচ্ছি। এনিয়ে বনবিভাগের নীরবতাকে প্রশ্নবৃদ্ধি বলে মনে করছে পরিবেশবাদীরা।
সুত্র জানিয়েছে, কক্সবাজারের বহু অপকর্মের নায়েক পাহাড় ধ্বংসকারি ও একাধিক অভিযোগে অভিযুক্ত জনৈক ইলিয়াছের সু-কৌশলি জালে আবদ্ধ হয়ে পেটি দখলবাজরা ঐতিহ্যবাহী বনবিভাগের মূল্যবান জায়গাটি দখলে নিয়েছে। আবার দখলবাজ চক্রের কিছু সদস্যরা ওই জায়গা দখলে নিয়ে সাধারন মানুষের কাছে চড়া দামে বিক্রি করে গা ঢাকা দিয়েছে। বর্তমানে একজন ভ্রাম্যমান প্রভাবশালী যুবক ওই জায়গাতে নেতাগিরি চালিয়ে আসছে বলে সুত্রের দাবী। রহস্যজনক কারনে সংশ্লিষ্ট প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানাগেছে। দখল করা ওই জায়গাতে শতাধিক মানুষ নান্দনিক বাড়িঘর তৈরী করে বসবাস করে আসছে। যেনো মামার বাড়ির আবদার! সুত্র আরো জানিয়েছে, পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ওই জায়গাতে যে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা বা তৈরী করা সম্পূর্ণ নিষেধ থাকলেও দখলবাজরা প্রভাবশালী হওয়ায় প্রতিযোগিতা গতিতে বড় বড় দালান নির্মাণ করে আসছে। ২৪ জুলাই গভীর রাতে টানা বৃষ্টিতে বনবিভাগের বাগান হতে একটি বড় আকারের শিশু গাছ ভেঙ্গে পড়ে আবছার ও সোলতানের কলোনীতে। তখন অল্পের জন্য রক্ষা পেলো অর্ধশতাধিক শিশুসহ নারী পুরুষ। বিধ্বস্ত হয়ে পড়ে প্রায় ১৩ বসতঘর। স্থানীয় বিট কর্মকর্তা ফরিদের কারনে ওই ১৩ বসতঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বসবাসরত জয়নাব ও জাহেদা বেগম। বসবাসকারি লোকজন বিট কর্মকর্তা ফরিদ এর কাছে ওই গাছটি ঝঁকিপূর্ণ উল্লেখ্য একাধিক আবেদন জানালেও তিনি বারংবার নানা অজুহাত দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবস্থা নেননি বলে জানান ক্ষতিগ্রস্থরা। ৩০ জুলাই বিকালে সরেজমিনে দেখা যায়, ভেঙ্গে পড়া বিশাল গাছটি তখনো একাধিক বসতবাড়ির উপরে রয়েছে। যোগাযোগ করা হয় বিট কর্মকর্তা ফরিদের সাথে, তিনি আবুল-তাবুল বলে ব্যস্ত দেখিয়ে পরে কথা বলবেন বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অভিযোগ উঠেছে, বিট কর্মকর্তা ফরিদ দীর্ঘদিন ধরে একই এলাকায় বহাল তবিয়তে থাকায় কলাতলী ও দরিয়া নগরসহ বিভিন্ন স্থানে কৌশল প্রয়োগ করে নানা অনিয়ম আর দূর্নীতি চালিয়ে আসছে। সংশ্লিষ্ট দপ্তরের বড় কর্তাদের সঠিক নজরধারির অভাবে ফরিদের মত বিট কর্মকর্তারা সাবাড় করে দিচ্ছে কক্সবাজারের বন সম্পদকে। বৃহত্তর কলাতলী এলাকায় তার একটি ডান হাত রয়েছে। ওই ডান হাত দিয়ে তিনি নানা কু-কর্ম চালিয়ে যায়। ওই ডান হাতের নাম ভান্ডারী। স্থানীয়রা তাকে বনকর্মী হিসেবে জানেন। তিনি বন বাগানে কি হয় তা ফরিদকে জানায়। পরে ফরিদ মামলার ভয় দেখিয়ে ডান হাত মাধ্যম হয়ে বাম হাতে টাকার বান্ডিল ঘুরে আসে। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে ফরিদ-ভান্ডারী বাণিজ্যের সিন্ডিকেট। উজাড় করে দিয়েছে বনবাগান ও বিক্রি করে দিয়েছে বনভূমি। ভ্রাম্যমান কেউ পাহাড়ে বসবাস করলে তাদেরকে টাকা দিয়ে ওই পাহাড়ে থাকতে হয়। এ ব্যাপারে বিট কর্মকর্তা মোহাম্মদ ফরিদ আলম বলেন, চলমান বছরের ২০ ফেব্রুয়ারি কক্সবাজারের কবিতা চত্বর হতে হিমছড়ি আর্মি ক্যাম্প পর্যন্ত এলাকায় তিনি দায়িত্ব পালন করে আসছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করে।  বর্তমানে পর্যটন রাজধানী কক্সবাজারের ৮ উপজেলার পাহাড়ি এলাকাগুলো ভ্রাম্যমান কিছু পেটি দখলবাজ চক্রের হাতে জিম্মি রয়েছে। সরকারি সংশ্লিষ্ট বিভাগের রহস্যজনক দৃশ্য দেখে দিন দিন অবাক হয়ে পড়ছে পরিবেশ প্রেমিরা।  একাধিক সুত্র জানিয়েছে, বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারিদের অতি লোভের কারনে উজাড় হচ্ছে বনভূমি। বে-দখল হয়ে পড়েছে বনবিভাগের মূল্যবান জায়গা। নামে মাত্র টাকা দিয়ে ভোগ দখলে রয়েছে ওই অসাধু চক্ররা। এ বিষয়ে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মোহাম্মদ আলী কবির বনবিভাগের জায়গা ভ্রাম্যমান ভুমিদস্যূ কর্তৃক দখলের বিষয়টি স্বীকার করে বলেন, যারা অবৈধভাবে বনবিভাগের জায়গা দখল করে ভোগ-বিলাস করছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনকে একখানা প্রস্তাব দেয়া হচ্ছে। আশা করছি দ্রুত উচ্ছেদ অভিযানসহ দখলবাজদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা দায়ের করা হবে।

আরো সংবাদ