রোহিঙ্গারা যে হারে আসছে আমরাই পরদেশী হয়ে যাব - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৮-১৪ ০৮:৩২:২২

রোহিঙ্গারা যে হারে আসছে আমরাই পরদেশী হয়ে যাব

 নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেছেন, ‘রোহিঙ্গারা যে হারে আমাদের দেশে আসা শুরু করেছে একদিন আমরাই মনে হয় এদেশে পরদেশী হয়ে যাবো। এটা এখন আর টেকনাফের সমস্যা না, পুরো দেশের সমস্যা।আমরা আমাদের দেশে কাশ্মীর বা ফিলিস্তিন দেখতে চাই না।’ কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাসহ চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোকে বিভাগীয় পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। রোববার (১৩ আগস্ট) বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়

আরো সংবাদ